অনলাইন নিউজ ডেস্ক:
সাম্প্রতিক কালে বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রতিবাদে মানববন্ধন করেছেন জার্মানিতে বসবাসরত প্রবাসী বাঙালিরা। রোববার বার্লিন শহরের বান্ডেনবুর্গ তোরণের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উদ্যোক্তারা জানিয়েছেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি সাম্প্রতিক কালে বাংলাদেশজুড়ে নারীদের ওপর সহিংসতা যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে নারীরা নির্যাতন ও ধর্ষণের শিকার হচ্ছেন। দেশের অনেক স্থানে নারীরা চলাফেরা করতে নিরাপত্তার অভাব বোধ করছেন।’
বার্লিন শহরের বান্ডেনবুর্গ তোরণের সামনে নারীদের নিরাপত্তার জন্য প্ল্যাকার্ড হাতে প্রবাসী বাঙালিরা
বার্লিন শহরের বান্ডেনবুর্গ তোরণের সামনে নারীদের নিরাপত্তার জন্য প্ল্যাকার্ড হাতে প্রবাসী বাঙালিরা।
বার্লিনে আয়োজিত এই মানববন্ধনে জার্মানিতে বসবাসরত নানা পেশার মানুষ বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে বাংলাদেশজুড়ে নারীদের নিরাপত্তা সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত প্রবাসীরা নারীদের নিরাপত্তার দাবিতে নানা রকম প্ল্যাকার্ড বহন করেন।
২৪/৩/২০২৫/ সুরমা টিভি / শামীমা