জৈন্তাপুর প্রতিনিধিঃ ২৩শে মার্চ রবিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় নলজুরি স্কুল মাঠে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফীল অনুষ্ঠিত হয়।
পূর্ব জাফলং ইউনিয়নের জামায়াতের সেক্রেটারির মোঃ আজিজের সঞ্চালনায় ও সভাপতি নাজিমউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোয়াইঘাট উপজেলা আমীর মাষ্টার আবুল হোসেন, জৈন্তাপুর উপজেলা আমীর গোলাম কিবরিয়া,সাবেক আমীর আনোয়ারুল আম্বিয়া,গোয়াইঘাট উপজেলার নায়েবে আমীর ডা. আব্দুন নূর,৩নং পূর্ব জাফলং ইউনিয়নের সহ সভাপতি মনিরুজ্জামান মনির, পেশাজীবি সংগঠন সভাপতি দেলোয়ার হোসেন, তামাবিল স্থল বন্দর ট্রেড ইউনিয়নের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমদ, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের শ্রমিক কল্যাণের সেক্রেটারি ব্যবসায়ী আমির হোসেন, ৪নং ওয়াডের সভাপতি জামাল মিয়া, সেক্রেটারী আনোয়ার হোসেন, সাংগঠনিক ইমরান আহমদ, সহ সাংগঠনিক রুবেল আহমদ,মুরব্বি লেদু মিয়া, খলিলুর রহমান,আবু তাহের, হাসান আলী, বিলাল, জসিম উদ্দিন প্রমুখ।
ইফতার মাহফিলে আগত অতিথিরা বলেন,রমজান মাস কোরআন নাযিলের মাস আমরা এ মাসে কোরআন বেশি করে পড়তে হবে বুজতে হবে আর কোরআন সুন্নাহ অনযায়ী নিজের জীবন কে সাঁজাতে হবে, তারা আরো বলেন. বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআনের শাসনের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা করে সমাজ থেকে সকল বৈষম্য দূর করে সুন্দর সমাজ গঠন করতে চায়।
প্রকাশঃ ২৩-০৩-২০২৫ || সুরমা টিভি ২৪