অনলাইন নিউজ ডেস্ক:
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (২৩ মার্চ) বিবৃতিতে এই দাবি করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে গাজার জনসংখ্যা ছিল প্রায় ২৩ লাখ। গত দেড় বছরের সহিংসতায় মোট জনসংখ্যার প্রায় ২ দশমিক ১ শতাংশ বা প্রায় ৫০ হাজার ২১ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
এই সময়ের মধ্যে আরও এক লাখ ১৩ হাজার ২৭৪ জন মানুষ আহত হয়েছেন বলেও দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য বলে বিবেচনা করা হয়ে আসছে। তাদের তথ্যের ভিত্তিতেই জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা অতীতের যে কোনও সংঘাতের ভয়াবহতা যাচাই করেছে। তবে গাজা কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যকে সবসময়ই ভুয়া বলে উড়িয়ে দিয়ে এসেছে ইসরায়েল।
এদিকে, গাজায় স্বাধীনভাবে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল। ফলে বিবিসিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকরা দুপক্ষের বক্তব্যের সত্যতা যাচাই করতে ব্যর্থ হয়েছেন।
ইসরায়েলি আগ্রাসনে নিহতদের সংখ্যায় বেসামরিক ও যোদ্ধাদের আলাদা তালিকা করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২৩ সালের অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় হামাস। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। সে থেকেই চলছে এই হত্যা ও ধ্বংসযজ্ঞ।
হামাসের হামলায় অন্তত ১২০০ জন ইসরায়েলি নিহত এবং ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল বলে দাবি করে আসছে তেল আবিব। এদিকে, ইসরায়েলি প্রতিক্রিয়ায় প্রায় অর্ধলক্ষ লোকের প্রাণহানিসহ পুরো গাজা বসবাস অযোগ্য ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
২৩/ ৪/ ২০২৫/ সুরমা টিভি/ শামীমা