অনলাইন নিউজ ডেস্ক:
রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার একটি ফার্নিচারের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফার্নিচার গোডাউনের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকাল ৪টায় সাতারকুলের পূর্ব পদরদিয়া আলী মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, রবিবার বিকাল চারটা চার মিনিটে সাতারকুলে আইকনিক ফার্নিচার অ্যান্ড ফেয়ারের গোডাউনে আগুনের সংবাদ পাওয়া যায়। পরে চারটা ২২ মিনিটে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চারটা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ছয়টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইকনিক ফার্নিচার অ্যান্ড ফেয়ার গোডাউনে থাকা প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
২৩/৩/২০২৫/সুরমা টিভি/ শামীমা