, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবার চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো যুক্তরাজ্যে মুসলিম কবরস্থানে হামলা ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য, বিক্রি করেছেন চেয়ারম্যান বৃষ্টির পানিতে তলিয়ে থাকা নালায় লেগুনা পড়ে নিহত ২, আহত ৩ জন ভরি কত? এবার ফের ইতিহাসের সর্বোচ্চ দাম স্বর্ণের! সারা দেশে রেল ব্লকেডের ডাক দিয়ে সড়ক ছাড়লেন পলিটেকনিক শিক্ষার্থীরা রাজধানীতে ৩ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৩১ মিলিমিটার বৃষ্টি ইসরাইলকে শক্তিশালী বোমা দেবে যুক্তরাষ্ট্র
নোটিশ :
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা যুবদলের ৭ সাত নেতাকে সকালে বহিষ্কার, রাতে আবার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবার চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো যুক্তরাজ্যে মুসলিম কবরস্থানে হামলা ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য, বিক্রি করেছেন চেয়ারম্যান বৃষ্টির পানিতে তলিয়ে থাকা নালায় লেগুনা পড়ে নিহত ২, আহত ৩ জন ভরি কত? এবার ফের ইতিহাসের সর্বোচ্চ দাম স্বর্ণের! সারা দেশে রেল ব্লকেডের ডাক দিয়ে সড়ক ছাড়লেন পলিটেকনিক শিক্ষার্থীরা রাজধানীতে ৩ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ৩১ মিলিমিটার বৃষ্টি ইসরাইলকে শক্তিশালী বোমা দেবে যুক্তরাষ্ট্র

এবার অবসান হবে নেটওয়ার্ক বিড়ম্বনার, ওয়াইফাই থাকলেই কথা চলবে ফোনে!

  • SURMA TV 24
  • Update Time : ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৩৯৪ Time View

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:


সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে সরাসরি ভয়েস কল করার সুবিধা চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা। অপারেটররা বলছে, এই সেবা চালু হলে সিমে নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হবে, সরাসরি অর্থ ব্যয় হবে না। কমবে কলড্রপ হার।

শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতরে থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না। অথবা কল করা গেলেও হয় কলড্রপ। শোনা যায় না কথাও।

এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই বা ভিও-ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে মূলত প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে।

ইতোমধ্যে পুরান ঢাকাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) নেটওয়ার্কের মাধ্যমে ভিও-ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়।

স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কলড্রপ। হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে। কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, কলড্রপসহ নানা সমস্যার সমাধানে ভয়েস ওভার ওয়াইফাই কার্যকরী ভূমিকা রাখবে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থার সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন।

নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেন, অপারেটরদের বেনিফিট থাকলে তাদের এই উদ্যোগের সঙ্গে অবশ্যই থাকব, না হলে সঙ্গে থাকার কোনো প্রশ্নই আসে না।

দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, দুর্বল নেটওয়ার্কের কারণে গ্রাহকদের নানা সময় ভোগান্তিতে পড়তে হয়। সমস্যা সমাধানে দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে।

বর্তমানে দেশে সাড়ে ১৮ কোটির বেশ গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে চারটি অপারেটর। আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় তিন হাজার আইএসপি অপারেটর।

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই: উপদেষ্টা

এবার অবসান হবে নেটওয়ার্ক বিড়ম্বনার, ওয়াইফাই থাকলেই কথা চলবে ফোনে!

Update Time : ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:


সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে সরাসরি ভয়েস কল করার সুবিধা চালু করতে যাচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা। অপারেটররা বলছে, এই সেবা চালু হলে সিমে নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হবে, সরাসরি অর্থ ব্যয় হবে না। কমবে কলড্রপ হার।

শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতরে থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না। অথবা কল করা গেলেও হয় কলড্রপ। শোনা যায় না কথাও।

এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই বা ভিও-ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে মূলত প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে।

ইতোমধ্যে পুরান ঢাকাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) নেটওয়ার্কের মাধ্যমে ভিও-ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়।

স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কলড্রপ। হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে। কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, কলড্রপসহ নানা সমস্যার সমাধানে ভয়েস ওভার ওয়াইফাই কার্যকরী ভূমিকা রাখবে।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার বলেন, এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থার সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন।

নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেন, অপারেটরদের বেনিফিট থাকলে তাদের এই উদ্যোগের সঙ্গে অবশ্যই থাকব, না হলে সঙ্গে থাকার কোনো প্রশ্নই আসে না।

দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, দুর্বল নেটওয়ার্কের কারণে গ্রাহকদের নানা সময় ভোগান্তিতে পড়তে হয়। সমস্যা সমাধানে দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে।

বর্তমানে দেশে সাড়ে ১৮ কোটির বেশ গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে চারটি অপারেটর। আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় তিন হাজার আইএসপি অপারেটর।