ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের পক্ষ থেকে ভারত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত ৫ মার্চ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের আদালতে এক্স এই মামলা দায়ের করেছে বলে বৃহস্পতিবার (২০ মার্চ) জানা গেছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সামাজিকমাধ্যমের কনটেন্ট বা বিষয়ের ওপর সেন্সরশিপ আরোপ করার নানা ব্যবস্থা তৈরির অভিযোগে এই মামলা করা হয়েছে। এটিকে সামাজিক মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে এক্স।
সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে, সামাজিক মাধ্যমের কোনো পোস্ট ব্লক করার জন্য যেকোনো সরকারি অফিস ওই ওয়েবসাইটে নোটিস ইস্যু করতে পারবে।
এক্স-এর অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা যে অপছন্দের কনটেন্ট ব্লক করে দিতে পারে বলে অভিযোগ। যা সামাজিকমাধ্যম সংস্থা হিসেবে এক্স-এর পক্ষে মেনে নেয়া সম্ভব নয় বলে আদালতে বলা হয়েছে।
চলতি সপ্তাহেই আদালতে মামলাটির শুনানি হয়েছে। পরবর্তী শুানির তারিখ দিয়েছে ২৭ মার্চ।
২১/০৩/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।