
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পর পর সাতবার নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র জনপ্রিয় জননেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ সজলকে গতকাল ২৭ ডিসেম্বর ২৪ রাত ১১টায় ময়মনসিংহ মহানগরের আকুয়া কোয়ার্টার্সস্থ নিজ বাসভবন থেকে যৌথবাহিনী কর্তৃক মিথ্যা অস্ত্র মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, যে অস্ত্রটিসহ তাকে গ্রেফতার করা হয়েছে সেই শর্ট গানটি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর নিজের নামে লাইসেন্সকৃত অস্ত্র। তার কাছে থেকে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই। তারপরও তার নামে অবৈধ অস্ত্র রাখার একটি মামলা দায়েরসহ ৫ আগস্ট পরবর্তী ঢালাওভাবে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত আরও দুইটি মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জাসদের বিবৃতিতে বলা হয়, জাসদনেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক।
জাসদের বিবৃতিতে বলা হয়, সরকার ও পুলিশের পক্ষ থেকে ঢালাও মামলায় যথাযথ আইনী প্রক্রিয়ায় তদন্ত ছাড়া গ্রেফতার না করার বিষয়ে বার বার ঘোষণা দেয়ার পরও জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার প্রমাণ করলো, সরকারের এ বিষয়ের ঘোষণা ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। জাসদের বিবৃতিতে ঢালাও মিথ্যা মামলায় যথাযথ আইনী প্রক্রিয়ায় তদন্ত ছাড়া ঢালাও গ্রেফতার বন্ধ করার দাবি জানানো হয়।