অনলাইন নিউজ ডেস্ক:
রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় শারমিন আক্তার (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হলে ওই নারীর স্বামীকে আটক করে খিলগাঁও থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে স্বজনরা শারমিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শারমিন জাহান শাম্মী এ তথ্য জানান।
গাইবান্ধা সদর উপজেলার চকবরুল গ্রামের রিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে শারমিন। বর্তমানে খিলগাঁওয়ের মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন তিনি।
মৃতের বাবা রফিকুল ইসলাম জানান, তার মেয়ে ছয় বছর আগে নিজের পছন্দে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
তিনি বলেন, ‘বিয়ের পর কয়েক মাস ভালোই কাটছিল। মেয়ের জামাই গাড়িচালক। পরে জানতে পারি সে প্রায়ই নেশা করে। ঠিকমতো কাজকর্ম করে না। এসব নিয়ে শারমিনের সঙ্গে বাগবিতণ্ডা হতো, মারধর করতো। বেশ কয়েকবার বিচার-সালিশ করা হয়েছে।’
রফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (১৮ মার্চ) বাসার বাজার করা নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সে শারমিনকে মারধর করে। বুধবার বিকালে শারমিন কীটনাশক জাতীয় ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই শারমিন জাহান শাম্মী বলেন, ‘এ ঘটনায় শারমিনের বাবা রফিকুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার মামলা করলে সাগরকে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
২০/৩/২০২৫/সুরমা টিভি/ শামীমা