সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
লিওনেল মেসির সঙ্গে বেশ কয়েক মাস ধরেই ঝামেলা চলছে মার্কিন বক্সার লগান পলের। এরইমধ্যে দুই পক্ষ আইনের আশ্রয়ও নিয়েছে, মামলা হয়েছে পাল্টাপাল্টি। এরপর মেসিকে রিংয়ে লড়ার প্রস্তাব দিয়েছিলেন পল।
মেসির সঙ্গে ইয়াসিন চুকো।
ঘটনার সূত্রপাত দুই তারকার পানীয় পণ্যের সাদৃশ্যতার কারণে। মেসির শক্তিবর্ধক ব্র্যান্ডের নাম ‘মাস+’ আর পলের ‘প্রাইম’, দুটিই দেখতে প্রায় একরকম, যে কারণে ভোক্তারা একটা কিনতে গিয়ে অহরহ ঝামেলায় পড়ছেন। এই বিষয়টা অনুধাবনের পর অপ্রতিযোগিতামূলক আচরণের অভিযোগ তুলে পলের প্রাইমের বিরুদ্ধে মামলা করেন মেসি।
বক্সিংয়ের পাশাপাশি ইউটিউবিংয়েও জনপ্রিয় পল বসে থাকেননি, তিনিও পাল্টা মামলা দিয়েছিলেন মেসির বিরুদ্ধে। তার ‘প্রাইম’ আবার মেসির মাস+’র আগে প্রতিষ্ঠিত। সম্পূর্ণ ঘটনাটির বিবরণ দিয়ে নিজের চ্যানেলে একটা ভিডিও ছেড়েছেন তিনি। সেই ভিডিওতেই মেসিকে রিংয়ে লড়ার প্রস্তাব দেন। এও বলেন যে, মেসি রিংয়ে লড়লে মামলা তুলে নেবেন তিনি। পল বলেন, ‘আমি শপথ করছি মামলা তুলে নেব, যদি মেসি রিংয়ে আমার সঙ্গে বক্সিংয়ে লড়ে। রিংয়ে দেখা হবে, ভাই।
এই চ্যালেঞ্জ নিয়ে মেসি এখনও কোনো সাড়া দেননি। তবে দিয়েছেন তার বডিগার্ড ইয়াসিন চুকো। চুকো মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক নেভি সিল মেম্বার, অবসরে যাওয়ার আগে তিনি ইরাক ও আফগানিস্তানে কাজ করেছেন, এখন বছরে প্রায় আড়াই লাখ ডলার বেতনে মেসির বডিগার্ড।
এক টিকটকার চুকোকে চ্যালেঞ্জের বিষয়টি অবহিত করেন। লগান পলের প্রসঙ্গ তোলার পর চুকো বলেন,কে? দেখুন, মেসি এই লোককে চেনে না। সে (পল) যদি সত্যিকার অর্থেই লড়তে চায়, তবে আমার সঙ্গে লড়ুক। একজন ফুটবলারের বিরুদ্ধে কেন লড়বে