, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে ভারতে ব্যাপক সহিংসতা

  • SURMA TV 24
  • Update Time : ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ১৩৮৬ Time View

মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ভারতের মহারাষ্ট্রে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার জেরে রাজ্যেরা নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য গেছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে, সহিংসতার ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ছাড়া এক ডজনেরও বেশি পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্র থেকে সরিয়ে নেয়ার দাবিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ১৭ শতকের মহান এই সম্রাটের সমাধি আরঙ্গাবাদে অবস্থিত।
জানা গছে, সোমবার (১৭ মার্চ) উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকরা নাগপুরের মহল এলাকায় শিবাজি মহারাজের মূর্তির কাছে জড়ো হয়ে মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং আওরঙ্গজেবের ছবি এবং একটি প্রতীকী সমাধিও আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় গুজব ছড়িয়ে পড়ে। কারণ অনেকে দাবি করে, এতে পবিত্র আয়াত লেখা ছিল। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতার ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে। এলাকায় নিরাপত্তা বাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
১৮/০৩/২০২৫; সুরমা টিভি ২৪;সুমাইয়া।

Popular Post

মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে ভারতে ব্যাপক সহিংসতা

Update Time : ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ভারতের মহারাষ্ট্রে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার জেরে রাজ্যেরা নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য গেছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে, সহিংসতার ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ছাড়া এক ডজনেরও বেশি পুলিশ সদস্যও আহত হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্র থেকে সরিয়ে নেয়ার দাবিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ১৭ শতকের মহান এই সম্রাটের সমাধি আরঙ্গাবাদে অবস্থিত।
জানা গছে, সোমবার (১৭ মার্চ) উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকরা নাগপুরের মহল এলাকায় শিবাজি মহারাজের মূর্তির কাছে জড়ো হয়ে মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং আওরঙ্গজেবের ছবি এবং একটি প্রতীকী সমাধিও আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় গুজব ছড়িয়ে পড়ে। কারণ অনেকে দাবি করে, এতে পবিত্র আয়াত লেখা ছিল। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতার ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে। এলাকায় নিরাপত্তা বাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
১৮/০৩/২০২৫; সুরমা টিভি ২৪;সুমাইয়া।