, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইয়েমেনিরা অবশ্যই বিজয়ী হবে

  • SURMA TV 24
  • Update Time : ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৪০০ Time View

দুই দিন ধরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে যুক্তরষ্ট্রের ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে দুই দফা হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হুতিদের এই পাল্টা প্রতিরোধের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সোমবার (১৮ মার্চ) সামজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে তিনি লেখেন, ‘ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী হবে। একমাত্র পথ হলো প্রতিরোধ।’

খামেনি আরও লেখেন, ‘মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য থাকায় আজ আমেরিকা ও তার মিত্ররা আতঙ্কিত। এই প্রতিরোধ অবশ্যই বিজয়ী হবে।’
এর আগে গত শনিবার রাত থেকে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
সোমবার ‍হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
১৭ মার্চ,২০৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।

Popular Post

ইয়েমেনিরা অবশ্যই বিজয়ী হবে

Update Time : ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

দুই দিন ধরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এতে অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে ২৪ ঘণ্টার ব্যবধানে যুক্তরষ্ট্রের ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে দুই দফা হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। হুতিদের এই পাল্টা প্রতিরোধের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সোমবার (১৮ মার্চ) সামজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে তিনি লেখেন, ‘ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী হবে। একমাত্র পথ হলো প্রতিরোধ।’

খামেনি আরও লেখেন, ‘মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য থাকায় আজ আমেরিকা ও তার মিত্ররা আতঙ্কিত। এই প্রতিরোধ অবশ্যই বিজয়ী হবে।’
এর আগে গত শনিবার রাত থেকে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
সোমবার ‍হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারে এক সংবাদ সম্মেলনে বলেন, ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
১৭ মার্চ,২০৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।