, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অজগর দেখিয়ে তেল চুরি

  • SURMA TV 24
  • Update Time : ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ১৩৯৯ Time View


অনলাইন নিউজ ডেস্ক:
বিক্রয়কর্মীর অগোচরে কেউ কেউ দোকান থেকে পণ্য নিয়ে সটকে পড়েন। অস্ত্রের ভয় দেখিয়ে দোকান লুট করার ঘটনা তো ঘটেই। কিন্তু সাপ দেখিয়ে পণ্য হাতিয়ে নেওয়ার কথা কে কবে শুনেছে? যুক্তরাষ্ট্রের চার ব্যক্তি এ কাজই করেছেন।

তাঁরা টেনিসি অঙ্গরাজ্যের ম্যাডিসন কাউন্টির একটি পেট্রল পাম্পের কাউন্টারে দুটি অজগর রাখেন। এতে ক্যাশিয়ারের মনোযোগ চলে যায় অজগরের দিকে। এই ফাঁকে ৪০০ ডলারের তেল (সিবিডি) চুরি করেন তাঁরা। পুলিশ তাঁদের খুঁজছে।

দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন নারী ও একজন পুরুষ দোকানে ক্যাশিয়ারের সঙ্গে কথা বলছেন। পুরুষটি দুই হাতে একটি ছোট আকারের অজগর সাপ ধরে আছেন। ‘বল পাইথন’ প্রজাতির অজগর সাপটি তাঁর দুই হাতের তালুতে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সঙ্গে থাকা নারী সেটির গায়ে একটু পরপর হাত বুলিয়ে দিচ্ছেন।

একপর্যায়ে পুরুষটি তাঁর হাতে থাকা সাপটি কাউন্টারে নামিয়ে রাখেন এবং সঙ্গে থাকা নারী সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকা কারও সঙ্গে কথা বলেন বলে মনে হয়। এরপর পুরুষটি আরেকটি অজগর নিয়ে আসেন, ভিডিওটি এ পর্যন্তই।

বল পাইথনের বিষ নেই। এটি সহজেই পোষ মানে, আদি নিবাস আফ্রিকায়। এই অজগর সর্বোচ্চ ১ দশমিক ৮ মিটারের মতো লম্বা হয়।

টেনেসির অলাভজনক সংস্থা ৭৩১ ক্রাইম স্টপার্স এই সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে।

সংস্থাটি পুলিশকে সন্দেহভাজন অপরাধীদের ধরতে সাহায্য করছে।

৭৩১ ক্রাইম স্টপার্স বলছে, সন্দেহভাজন চারজনের দুজন নারী ও দুজন পুরুষ, সবাই কৃষ্ণাঙ্গ। তাঁরা ৪ মার্চ ওই দোকান থেকে একটি কালো রঙের গাড়িতে চড়ে চলে যাওয়ার আগে ৪০০ মার্কিন ডলারের সিবিডি চুরি করে নিয়ে যান।

সিবিডি (ক্যানাবিডিওল) তেল গাঁজার একটি সক্রিয় উপাদান। যে গাছ থেকে এটি পাওয়া যায়, সেটি আর গাঁজার গাছ একই প্রজাতির। নানা ধরনের চিকিৎসায় এই তেল ব্যবহার করা হয়।

যুক্তরাজ্যে মৃগীরোগ এবং শরীরের ব্যথা ও দুর্বলতা কাটাতে চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে সিবিডি তেল দেন। এই তেল শরীরে মালিশ করা যায়, নাক-মুখ দিয়ে নিশ্বাসের মতো টেনে গ্রহণ করা যায় বা কয়েক ফোঁটা করে খাওয়াও যায়। উদ্বেগ ও বিষণ্নতার চিকিৎসায় এই তেল ব্যবহার হয় বলে জানা গেছে।

১৭/৩/২০২৫/ সুরমা টিভি/ শামীমা

Popular Post

অজগর দেখিয়ে তেল চুরি

Update Time : ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫


অনলাইন নিউজ ডেস্ক:
বিক্রয়কর্মীর অগোচরে কেউ কেউ দোকান থেকে পণ্য নিয়ে সটকে পড়েন। অস্ত্রের ভয় দেখিয়ে দোকান লুট করার ঘটনা তো ঘটেই। কিন্তু সাপ দেখিয়ে পণ্য হাতিয়ে নেওয়ার কথা কে কবে শুনেছে? যুক্তরাষ্ট্রের চার ব্যক্তি এ কাজই করেছেন।

তাঁরা টেনিসি অঙ্গরাজ্যের ম্যাডিসন কাউন্টির একটি পেট্রল পাম্পের কাউন্টারে দুটি অজগর রাখেন। এতে ক্যাশিয়ারের মনোযোগ চলে যায় অজগরের দিকে। এই ফাঁকে ৪০০ ডলারের তেল (সিবিডি) চুরি করেন তাঁরা। পুলিশ তাঁদের খুঁজছে।

দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন নারী ও একজন পুরুষ দোকানে ক্যাশিয়ারের সঙ্গে কথা বলছেন। পুরুষটি দুই হাতে একটি ছোট আকারের অজগর সাপ ধরে আছেন। ‘বল পাইথন’ প্রজাতির অজগর সাপটি তাঁর দুই হাতের তালুতে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। সঙ্গে থাকা নারী সেটির গায়ে একটু পরপর হাত বুলিয়ে দিচ্ছেন।

একপর্যায়ে পুরুষটি তাঁর হাতে থাকা সাপটি কাউন্টারে নামিয়ে রাখেন এবং সঙ্গে থাকা নারী সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকা কারও সঙ্গে কথা বলেন বলে মনে হয়। এরপর পুরুষটি আরেকটি অজগর নিয়ে আসেন, ভিডিওটি এ পর্যন্তই।

বল পাইথনের বিষ নেই। এটি সহজেই পোষ মানে, আদি নিবাস আফ্রিকায়। এই অজগর সর্বোচ্চ ১ দশমিক ৮ মিটারের মতো লম্বা হয়।

টেনেসির অলাভজনক সংস্থা ৭৩১ ক্রাইম স্টপার্স এই সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে।

সংস্থাটি পুলিশকে সন্দেহভাজন অপরাধীদের ধরতে সাহায্য করছে।

৭৩১ ক্রাইম স্টপার্স বলছে, সন্দেহভাজন চারজনের দুজন নারী ও দুজন পুরুষ, সবাই কৃষ্ণাঙ্গ। তাঁরা ৪ মার্চ ওই দোকান থেকে একটি কালো রঙের গাড়িতে চড়ে চলে যাওয়ার আগে ৪০০ মার্কিন ডলারের সিবিডি চুরি করে নিয়ে যান।

সিবিডি (ক্যানাবিডিওল) তেল গাঁজার একটি সক্রিয় উপাদান। যে গাছ থেকে এটি পাওয়া যায়, সেটি আর গাঁজার গাছ একই প্রজাতির। নানা ধরনের চিকিৎসায় এই তেল ব্যবহার করা হয়।

যুক্তরাজ্যে মৃগীরোগ এবং শরীরের ব্যথা ও দুর্বলতা কাটাতে চিকিৎসকেরা ব্যবস্থাপত্রে সিবিডি তেল দেন। এই তেল শরীরে মালিশ করা যায়, নাক-মুখ দিয়ে নিশ্বাসের মতো টেনে গ্রহণ করা যায় বা কয়েক ফোঁটা করে খাওয়াও যায়। উদ্বেগ ও বিষণ্নতার চিকিৎসায় এই তেল ব্যবহার হয় বলে জানা গেছে।

১৭/৩/২০২৫/ সুরমা টিভি/ শামীমা