, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপতিত করেছে ইয়েমেনি হুতি ৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি ছাদবিহীন বাস চালিয়ে আরো ছয় কিলোমিটার যাত্রা, যা বললেন চালক রবিবার সারা দেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার : দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা শঙ্কায় ফেলে দিল! গণশিক্ষা উপদেষ্টা:প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে। আশ্বাস প্রধান উপদেষ্টার:ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার! এবার এএইচএফ হকি কাপ কাজাখস্তানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের!
নোটিশ :
যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপতিত করেছে ইয়েমেনি হুতি ৫০০ টাকায় ২০ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে চায় আইএসপিএবি ছাদবিহীন বাস চালিয়ে আরো ছয় কিলোমিটার যাত্রা, যা বললেন চালক রবিবার সারা দেশে মহাসমাবেশ করবেন কারিগরি শিক্ষার্থীরা আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার : দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ খেলা শঙ্কায় ফেলে দিল! গণশিক্ষা উপদেষ্টা:প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে। আশ্বাস প্রধান উপদেষ্টার:ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার! এবার এএইচএফ হকি কাপ কাজাখস্তানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের!

ছাদখোলা গাড়িতে সিলেট থেকে হবিগঞ্জে যাবেন হামজা, সার্বক্ষণিক সঙ্গী হবেন ৬ জন পুলিশ সদস্য

  • SURMA TV 24
  • Update Time : ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১৩৯৩ Time View


অনলাইন নিউজ ডেস্ক:
বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরী অবশেষে বাংলাদেশ আসছেন। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে ম্যানচেস্টার থেকে সিলেটে আসবেন ২৭ বছর বয়সী ফুটবলার। সেখান থেকে যাবেন পিত্রালয় হবিগঞ্জের বাহুবলি গ্রামে। ২৪ ঘণ্টার বেশি নিজ গ্রামের সফরে হামজার জন্য ছাদখোলা গাড়ি ছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আগে থেকে বাফুফে হামজার নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আসছে। বাফুফের চার জন সদস্য- ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন ও সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন আজ সিলেট ও হবিগঞ্জ পরির্দশন করে শেষ মুহূর্তের ব্যবস্থাপনা দেখে এসেছেন।

সিলেট বিমানবন্দর ছাড়া দুই জেলার প্রশাসন ও আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে বাফুফে কর্তারা সাক্ষাত করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকালে সিলেট পৌঁছে বিকেলে হবিগঞ্জ ঘুরে রাতে সিলেটে ফিরছে বাফুফের প্রতিনিধি দল।

বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখওয়াত সার্বিক প্রস্তুতি সম্পর্কে বলেছেন, ‘সিলেট বিমানবন্দরের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তিনি সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইমিগ্রেশন অতিক্রম করার পরই আমরা তাকে ফুল দিয়ে রিসিভ করতে পারবো। সেখানে আনুষ্ঠানিকতা শেষে হবিগঞ্জের উদ্দেশে রওনার জন্য গাড়ি থাকবে। সিলেটের ডিআইজি হবিগঞ্জ পর্যন্ত পুলিশি সহায়তা প্রদান করবেন।’

হামজার জন্য ছাদখোলা গাড়িসহ অন্য বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ফেডারেশনের আরেক সদস্য সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য গোলাম গাউস বলেছেন, ‘হামজার জন্য সমর্থকরা মুখিয়ে আছে। তারা নিশ্চয়ই একপলক তাকে দেখতে চাইবে। এ জন্য আমরা ছাদখোলা গাড়ির ব্যবস্থা করেছি। যাতে সমর্থকরা হামজাকে সরাসরি দেখার সুযোগ পায়। ও যেন দাঁড়িয়ে সবাইকে অভিবাদনের জবাব দিতে পারে। এই গাড়িতে করে হামজা হবিগঞ্জে আসবে।’

হামজা আগামীকাল সোমবার রাতে নিজ বাড়িতেই থাকবেন। এর পরের দিন রাতে ঢাকায় টিম হোটেলে যোগদান করার কথা। প্রায় ৩৬ ঘণ্টা সিলেট থেকে হবিগঞ্জে অবস্থান করায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক সবাই। গোলাম গাউস বলেছেন, ‘হবিগঞ্জের এসপি (পুলিশ সুপার) আমাদের নিশ্চিত করেছেন, ৬ জন পুলিশ সদস্য হামজাকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করবেন। এর সঙ্গে আমাদের বাফুফে থেকে তিনজন থাকবে। আমরা হামজার বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে সামগ্রিক বিষয় অবহিত করেছি। সেখানকার সবকিছু দেখেছি। তিনিও সন্তোষ প্রকাশ করেছেন।’

হামজার সঙ্গে তার স্ত্রী, মা, তিন সন্তানও আসছেন। হামজা এর আগে কয়েকবার বাংলাদেশে আসলেও এবারই প্রথম লাল সবুজ দলের হয়ে খেলতে যাচ্ছেন। তিনি ৩৬ ঘণ্টার সফরে নিজ গ্রামে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেবেন বলে জানা গেছে।

হামজা মঙ্গলবার রাতে হবিগঞ্জ সফর শেষে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসেশন রয়েছে। এরপরই সংবাদ সম্মেলন। বুধবার দলীয় অনুশীলন হবে নাকি জিম এটি কোচ হাভিয়ের কাবরেরা এসে সিদ্ধান্ত নেবেন।

বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘অনুশীলন সেশনের বিষয়টি নির্ভর করছে কোচের ওপর। সে কীভাবে পরিকল্পনা করছে। আমরা কোচের মতামতের পর বিষয়টি চূড়ান্ত করতে পারবো।’

১৬/৩/২০২৫/সুরমা টিভি/ শামীমা

যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপতিত করেছে ইয়েমেনি হুতি

ছাদখোলা গাড়িতে সিলেট থেকে হবিগঞ্জে যাবেন হামজা, সার্বক্ষণিক সঙ্গী হবেন ৬ জন পুলিশ সদস্য

Update Time : ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫


অনলাইন নিউজ ডেস্ক:
বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরী অবশেষে বাংলাদেশ আসছেন। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার দুপুরে ম্যানচেস্টার থেকে সিলেটে আসবেন ২৭ বছর বয়সী ফুটবলার। সেখান থেকে যাবেন পিত্রালয় হবিগঞ্জের বাহুবলি গ্রামে। ২৪ ঘণ্টার বেশি নিজ গ্রামের সফরে হামজার জন্য ছাদখোলা গাড়ি ছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

আগে থেকে বাফুফে হামজার নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আসছে। বাফুফের চার জন সদস্য- ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন ও সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন আজ সিলেট ও হবিগঞ্জ পরির্দশন করে শেষ মুহূর্তের ব্যবস্থাপনা দেখে এসেছেন।

সিলেট বিমানবন্দর ছাড়া দুই জেলার প্রশাসন ও আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে বাফুফে কর্তারা সাক্ষাত করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকালে সিলেট পৌঁছে বিকেলে হবিগঞ্জ ঘুরে রাতে সিলেটে ফিরছে বাফুফের প্রতিনিধি দল।

বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখওয়াত সার্বিক প্রস্তুতি সম্পর্কে বলেছেন, ‘সিলেট বিমানবন্দরের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। তিনি সর্বাত্নক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইমিগ্রেশন অতিক্রম করার পরই আমরা তাকে ফুল দিয়ে রিসিভ করতে পারবো। সেখানে আনুষ্ঠানিকতা শেষে হবিগঞ্জের উদ্দেশে রওনার জন্য গাড়ি থাকবে। সিলেটের ডিআইজি হবিগঞ্জ পর্যন্ত পুলিশি সহায়তা প্রদান করবেন।’

হামজার জন্য ছাদখোলা গাড়িসহ অন্য বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ফেডারেশনের আরেক সদস্য সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য গোলাম গাউস বলেছেন, ‘হামজার জন্য সমর্থকরা মুখিয়ে আছে। তারা নিশ্চয়ই একপলক তাকে দেখতে চাইবে। এ জন্য আমরা ছাদখোলা গাড়ির ব্যবস্থা করেছি। যাতে সমর্থকরা হামজাকে সরাসরি দেখার সুযোগ পায়। ও যেন দাঁড়িয়ে সবাইকে অভিবাদনের জবাব দিতে পারে। এই গাড়িতে করে হামজা হবিগঞ্জে আসবে।’

হামজা আগামীকাল সোমবার রাতে নিজ বাড়িতেই থাকবেন। এর পরের দিন রাতে ঢাকায় টিম হোটেলে যোগদান করার কথা। প্রায় ৩৬ ঘণ্টা সিলেট থেকে হবিগঞ্জে অবস্থান করায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক সবাই। গোলাম গাউস বলেছেন, ‘হবিগঞ্জের এসপি (পুলিশ সুপার) আমাদের নিশ্চিত করেছেন, ৬ জন পুলিশ সদস্য হামজাকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করবেন। এর সঙ্গে আমাদের বাফুফে থেকে তিনজন থাকবে। আমরা হামজার বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে সামগ্রিক বিষয় অবহিত করেছি। সেখানকার সবকিছু দেখেছি। তিনিও সন্তোষ প্রকাশ করেছেন।’

হামজার সঙ্গে তার স্ত্রী, মা, তিন সন্তানও আসছেন। হামজা এর আগে কয়েকবার বাংলাদেশে আসলেও এবারই প্রথম লাল সবুজ দলের হয়ে খেলতে যাচ্ছেন। তিনি ৩৬ ঘণ্টার সফরে নিজ গ্রামে সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেবেন বলে জানা গেছে।

হামজা মঙ্গলবার রাতে হবিগঞ্জ সফর শেষে ঢাকায় এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ বাংলাদেশ দলের টিম ফটোসেশন রয়েছে। এরপরই সংবাদ সম্মেলন। বুধবার দলীয় অনুশীলন হবে নাকি জিম এটি কোচ হাভিয়ের কাবরেরা এসে সিদ্ধান্ত নেবেন।

বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘অনুশীলন সেশনের বিষয়টি নির্ভর করছে কোচের ওপর। সে কীভাবে পরিকল্পনা করছে। আমরা কোচের মতামতের পর বিষয়টি চূড়ান্ত করতে পারবো।’

১৬/৩/২০২৫/সুরমা টিভি/ শামীমা