ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের একজন সিনিয়র নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। খবর রয়টার্সের।
মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত ইরাকি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন আল-রুফায়ি।
প্রধানমন্ত্রী সুদানি বলেন, ইসলামিক স্টেটের ওই নেতার নাম আবদুল্লাহ মক্কি মুসলিহ আল-রুফায়ি। যিনি আবু খাদিজা নামেও পরিচিত।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসলামিক স্টেট বছরের পর বছর ধরে সিরিয়া ও ইরাকের লাখ লাখ মানুষের উপর কট্টর ইসলামপন্থি শাসন চাপিয়ে দিয়েছে এবং মধ্যপ্রাচ্য, পশ্চিম ও এশিয়ায় ফের ক্ষমতায় আসার চেষ্টা করছে।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ার এক-চতুর্থাংশ এলাকা জুড়ে খিলাফত ঘোষণা করেন সাবেক ইসলামিক স্টেট নেতা আবু বকর আল-বাগদাদি।
এরপর ২০১৯ সালে উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে তিনি নিহত হন। এই অভিযানে গোষ্ঠীটি ভেঙে পড়ে।
গত জুলাই মাসে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেছিল, কয়েক বছরের ক্ষমতা কমে যাওয়ার পর এই দলটি পুনর্গঠনের চেষ্টা করছে।
১৫/০৩/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।