, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরানকে পরমাণু কর্মসূচিতে সমর্থন জানালো চীন ও রাশিয়া

  • SURMA TV 24
  • Update Time : ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ১৩৮১ Time View

ইরানের ‘শান্তিপূর্ণ’ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে চীন ও রাশিয়া। সেই সঙ্গে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের চাপ ও নানা হুমকির মধ্যে তেহরানের পাশে দাঁড়ালো বেইজিং ও মস্কো।
নিক্কেই এশিয়ার প্রতিবেদন মতে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার (১৪ মার্চে) বেইজিংয়ে ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ওই বৈঠকে অংশ নেন।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা এবং তেহরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সম্প্রদায়ের আরোপিত একতরফা নিষেধাজ্ঞার অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে চীনের নেতৃত্বে ত্রিদেশীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হলো।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) দাবি করছে, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হার ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে ফেলেছে, যা ৯০ শতাংশ অস্ত্র-গ্রেড স্তরের কাছে চলে এসেছে। তবে ইরান তার পরমাণু কর্মসূচিকে বরাবরই ‘শান্তিপূর্ণ’ বলে দাবি করে আসছে। দেশটি বলছে, পরমাণু অস্ত্র তৈরি করার ইচ্ছে তাদের নেই।
কয়েক বছরের কূটনৈতিক দৌড়ঝাপের পর ২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করে ইরান। এ চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প চুক্তি ভঙ্গ করেন। ২০১৮ সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি। সেই সঙ্গে ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
১৪/০৩/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।

ইরানকে পরমাণু কর্মসূচিতে সমর্থন জানালো চীন ও রাশিয়া

Update Time : ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ইরানের ‘শান্তিপূর্ণ’ পরমাণু কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে চীন ও রাশিয়া। সেই সঙ্গে দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের চাপ ও নানা হুমকির মধ্যে তেহরানের পাশে দাঁড়ালো বেইজিং ও মস্কো।
নিক্কেই এশিয়ার প্রতিবেদন মতে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার (১৪ মার্চে) বেইজিংয়ে ত্রিপক্ষীয় মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু, রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ওই বৈঠকে অংশ নেন।

বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা এবং তেহরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সম্প্রদায়ের আরোপিত একতরফা নিষেধাজ্ঞার অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে চীনের নেতৃত্বে ত্রিদেশীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হলো।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) দাবি করছে, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হার ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে ফেলেছে, যা ৯০ শতাংশ অস্ত্র-গ্রেড স্তরের কাছে চলে এসেছে। তবে ইরান তার পরমাণু কর্মসূচিকে বরাবরই ‘শান্তিপূর্ণ’ বলে দাবি করে আসছে। দেশটি বলছে, পরমাণু অস্ত্র তৈরি করার ইচ্ছে তাদের নেই।
কয়েক বছরের কূটনৈতিক দৌড়ঝাপের পর ২০১৫ সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করে ইরান। এ চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়।

তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প চুক্তি ভঙ্গ করেন। ২০১৮ সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন তিনি। সেই সঙ্গে ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
১৪/০৩/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।