আবারও গ্রিনল্যান্ড দখল নিয়ে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সামরিক জোট ন্যাটোর মহাসচিবকে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার’। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১৩ মার্চ) হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানেই আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব নিয়ে কথা বলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ডের সম্ভাব্য সংযোগ সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যা, আমার মনে হয় এমনটা ঘটবে।’ এরপর স্বভাবসুলভ ভঙ্গিতে রুটের উদ্দেশে তিনি বলেন, ‘মার্ক, আপনি জানেন, আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থেই আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।
তিনি আরও বলেন, ‘শুধু নিরাপত্তা নয়- আন্তর্জাতিক নিরাপত্তা। আমাদের অনেক প্রিয় খেলোয়াড় এই দ্বীপের উপকূলের চারপাশে ঘোরাঘুরি করছে। আমাদের সতর্ক থাকতে হবে।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি মনে করি এটা (গ্রিনল্যান্ডের মালিকানা) আমাদের হতে হবে। এর আগে অবশ্য এ ব্যাপারে খুব বেশি ভাবিনি। কিন্তু আমি এই মুহূর্তে এমন একজনের সঙ্গে বসে আছি যিনি (এ ব্যাপারে) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। নিকট ভবিষ্যতেই এ ব্যাপারে আমরা আপনার সঙ্গে কথা বলব।’
তবে রুট বলেন, দ্বীপটি যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত কিনা তিনি সেই বিতর্ক থেকে দূরে থাকতে চান এবং এর মধ্যে ন্যাটোকে টেনে আনতে চান না। এদিকে ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত মন্তব্যের পরই সমাজমাধ্যমে মুখ খুলেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেদে। সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে করে তিনি লেখেন, ‘অনেক হয়েছে।’
এর আগে গত সোমবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, তিনি গ্রিনল্যান্ডে কোটি কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত। তারপরই আমেরিকার সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আহ্বান জানান তিনি।
১৪/০৩/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।