সুরমা টিভি 24 নিউজ ডেক্স:
নিষিদ্ধই হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক। আইপিএলের আসন্ন মৌসুমে দিল্লি ক্যাপিটালস থেকে নাম প্রত্যাহার করায় আগামী দুই মৌসুম তাকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। যার ফলে আগামী দুই মৌসুম প্লেয়ার অকশনে নাম নিবন্ধন করতে পারবেন না ২৬ বছর বয়সি ব্যাটসম্যান। যে সিদ্ধান্ত ইতিমধ্যেই সংশ্লিষ্ট ক্রিকেটার ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড।
বিসিসিআই আগেই হুশিয়ারি দিয়ে রেখেছিলো। দল পাওয়ার পর আইপিএল থেকে নাম প্রত্যাহার করলেই পড়তে হবে নিষেধাজ্ঞার খড়গে। তারপরও হ্যারি ব্রুক কঠিন পথটাই বেছে নেন। ৬ কোটি ২৫ লাখ ভারতীয় রুপিতে ইংলিশ ব্যাটসম্যানকে দিল্লি ক্যাপিটালস দলে নিলেও, ক’দিন আগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ব্রুক জানান, এবারের আইপিএলে তিনি খেলছেন না। এরপরই শুরু হয় আলোচনা। তবে কি হার্ড-হিটিং ব্যাটসম্যানকে নিষিদ্ধ করবে আইপিএল কর্তৃপক্ষ?
শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হলো। বেশ কিছু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করায় দুই মৌসুমের জন্য হ্যারি ব্রুককে আইপিএলে নিষিদ্ধ করেছে বিসিসিআই। যা নিশ্চিত করেছেন বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা।
নিষেধাজ্ঞার জন্য আগামী দুই মৌসুম আইপিএলের নিলামে নাম নিবন্ধন করতে পারবেন না ব্রুক। এর আগে আইপিএলের গত আসরেও তাকে দলে নিয়েছিলো দিল্লি ক্যাপিটালস। সেবার দাদির মৃত্যুর কারণে নিজের নাম সরিয়ে নেন ব্রুক। আর এবার দেখান ব্যক্তিগত কারণ।
মূলত বিদেশি অনেক ক্রিকেটারই নিলাম থেকে দল পাওয়ার পরও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে আইপিএলে খেলেননি। ব্রুকের স্বদেশী জেসন রয় ও অ্যালেক্স হেলসও অতীতে এমন কাজ করেছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার কারণেই আসন্ন আইপিএল থেকে কঠোর আইন প্রয়োগ করে বিসিসিআই। যার প্রথম বলি হলেন হ্যারি ব্রুক। ২০২৩ এর আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। ১৩ কোটি ২৫ লাখ রুপিতে যোগ দেন অরেঞ্জ আর্মিদের দলে। প্রথম আসরে ১১ ম্যাচে ১ সেঞ্চুরিতে মাত্র ১৯০ রান করায় ব্রুককে ছেড়ে দেয় সানরাইজার্স।