সুরমা টিভি ২৪ নিউজ ডেস্ক:
এক–দুজন নয়, ২৮ জন বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে গতকাল হওয়া ড্রাফটে একজনও দল পেলেন না। অবিক্রীত থেকেছেন গত বছর জাতীয় দলকে বিদায় বলা জেমস অ্যান্ডারসন।
গত মৌসুমে ব্রেভকে হারিয়ে ওভাল ইনভিন্সিবল শিরোপা জিতেছিল।
বাংলাদেশের কে কে নাম জমা দিয়েছিলেন? সাকিব আল হাসান, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান, নাহিদ রানা, তানজিদ হাসান, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, জাকির হাসান, সাইফ হাসান, শামিম হোসেন, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও সাইফউদ্দিন।
৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৮ দলের টুর্নামেন্টের জন্য মোট ৬৩০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন, এরমধ্যে দেশি ২৭০ ও বিদেশি ৩৫০। তাদের মধ্যে থেকে দল পেয়েছেন আফগানিস্তানের নুর আহমেদ। ম্যানচেস্টার অরিজিনালস তাকে ২ লাখ পাউন্ডে দলে ভিড়িয়েছে। এই ক্লাবটির মালিকানা সঞ্জিব গোয়েঙ্কা গ্রুপের, এসএ২০’তে তাদের ফ্র্যাঞ্চাইজির নাম ডারবান সুপার জায়ান্টস, নুর সেখানেও খেলেন।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিটা দারুণ কেটেছে রাচিন রবীন্দ্র ও মাইকেল ব্রেসওয়েলের। সর্বোচ্চ ২৬৩ রান করা প্রথমজন তো সিরিজসেরাই হয়েছেন, ব্রেসওয়েল ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৮২ রান। রাচিন নুরের দলেই খেলবেন, ব্রেসওয়েল পেয়েছেন সাউদার্ন ব্রেভকে। ব্রেভ গত মৌসুমের রানার্সআপ। ১ লাখ ২০ হাজার পাউন্ডে ডেভিড ওয়ার্নার গেছেন লন্ডন স্পিরিটে।
এক দশকেরও বেশি সময় আগে শেষবার টি-২০ খেলা অ্যান্ডারসন ড্রাফট থেকে দল না পেলেও সুযোগ শেষ হয়ে যায়নি। ভাইলাটি ব্লাস্টের জন্য চুক্তিবদ্ধ হওয়া ক্রিকেটারকে ওয়াইল্ডকার্ডের মাধ্যমে এখনও নেওয়ার সুযোগ রয়েছে দলগুলোর সামনে।