তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের রাস্তায় ছুড়ে ফেলে দেয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার এ মন্তব্যর পর সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। এদিকে শুভেন্দুর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর আপত্তিকর মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্যের রাজনীতির মাঠ। শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা উত্তরপ্রদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ এখানে সব ধর্মের সমান অধিকার।’
আর শুভেন্দুকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন মমতার মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লা চৌধুরী।
আগামী বছর রাজ্যটিতে বিধানসভা নির্বাচন। বিজেপি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় ফিরবে বলে ক’দিন আগেই দলটির শীর্ষ নেতারা আভাস দিয়েছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে আগের চেয়ে বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের মতো রাজ্যে ক্ষমতায় ফিরবে।
রাজ্যের সবশেষ বিধানসভা নির্বাচনে তৃণমূল ভূমিধস জয় পায়। আগের তুলনায় বেশি ভোট পায় বিজেপিও। তবে ক্ষমতায় যাওয়ার জন্য যে আসন সংখ্যা, তার ধারেকাছেও ঘেঁষতে পারেনি মোদির দল। এবার অবশ্য দুই দলই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
১৩/০৩/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।