গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে সারাদেশের ন্যায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন।
১৩ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারী গন। এনআইডি সংরক্ষণ করুণ,ভোটার তালিকা রক্ষা করুণ, গনতন্ত্র নিশ্চিত করুণ এই স্লোগানকে সামনে রেখে সকাল ১১ ঘটিকা হতে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিসে সকল সেবা কার্যক্রম বন্ধ রেখে এই মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালিত হয়।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় আমরা তা পালন করেছি। মানববন্ধন ও অবস্হান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লাবিব আহমেদ, মাঈনুল ইসলাম খান, ফাহিম আহমেদ।