মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অন্যতম বৃহৎ বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে চলতি সপ্তাহে ভাঙচুর চালানো হয়েছে। মন্দিরের দেয়ালে গ্রাফিতির মাধ্যমে দেয়া হয়েছে ভারত এবং মোদিবিরোধী বার্তা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত রোববার (৯ মার্চ) সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু মন্দিরে ভাঙচুরের এবং চরম বর্বরতার খবর পেয়েছি। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। নেপথ্যে এই ঘটনার সঙ্গে জড়িত যারা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে। এই মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার আবেদন জানাচ্ছি।’
এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে এদিন বিএপিএস পাবলিক অ্যাফেয়ারস জানায়, ‘আরেকটি মন্দিরে অপবিত্রতা ছড়ানো হলো। ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণা প্রদর্শনের চরম বিরোধিতা করছি। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মাটিতে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণাকে আমরা কখনোই শিকড়ে গাঁথতে দেব না।’
এতে আরও বলা হয়েছে, ‘আমাদের সাধারণ মানবিকতা, বিশ্বাস নিশ্চিত করবে যাতে শান্তি-করুণা বিরাজ করতে পারে সর্বত্র।’ যদিও এখনও পর্যন্ত চিনো হিলস পুলিশ প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি।
১২ মার্চ,২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।