সপ্তাহব্যাপী ত্রাণ সরবরাহ বন্ধের মধ্যেই এবার ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল। এতে পবিত্র রমজান মাসে চরম ভোগান্তিতে পড়েছে গাজার বাসিন্দারা। ইসরাইলের এই পদক্ষেপকে ‘সস্তা ও অগ্রহণযোগ্য ব্ল্যাকমেইল’ বলে অভিযোগ করেছে হামাস।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এমন এক সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হলো যখন যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরাইল এর বিরোধিতা করছে।
ইসরাইল চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে আরও দীর্ঘ করতে যেন জিম্মি বিনিময় চলতে পারে। তবে তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দিতে নারাজ।
রোববার ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইলি কোহেন এক বিবৃতিতে গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দেন। তিনি বলেন, আমি গাজার জন্য বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছি।
ইলি কোহেন আরও বলেন, ‘আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব যাতে সব জিম্মি ফিরে আসে। পাশাপাশি আমরা নিশ্চিত করব, হামাস আগামী দিনে গাজায় আর থাকবে না।’
আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের পর রান্নাবান্না নিয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন এর বাসিন্দারা। খান ইউনিসের বাসিন্দা সামাহ সাহলুল বলেন,
রান্না করার জন্য আগে আমাদের বিদ্যুৎ ছিল কিন্তু এখন নেই। আর চুলায় রান্না করার জন্য কাঠও নেই। আমাদের কথা না হয় বাদ দিলাম, আমার একটা বাচ্চা আছে, তাকে আমি কীভাবে খাওয়াব? আমি তার জন্য ডায়াপার কিনতে পারছি না। সত্যি বলতে, এটা কোনো জীবন নয়।
১০/০৩/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।