, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৭ই ডিসেম্বর ২০২৪ইং।১৩৫ কমার্শিয়াল ষ্ট্রীট ।ইষ্ট লন্ডন।

Reporter Name
  • Update Time : ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / ৪ Time View

১৭ই ডিসেম্বর ২০২৪ইং।১৩৫ কমার্শিয়াল ষ্ট্রীট ।ইষ্ট লন্ডন।সুনামগনজ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র বিজয়দিবস উদযাপন।নিউজ ডেক্স:গত ১৭ই ডিসেম্বর ২০২৪ ইষ্ট লন্ডনের একটি হলে সুনামগনজ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে কর্তৃক অত্যন্ত আননদ মুখর পরিবেশে আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী জনাব মোহাম্মদ আবুল লেইছ।সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছের প্রাণবন্ত সঞ্চালনায় মৌলনা তরিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওতের মধ্যদিয়ে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন বিবিসিসিআই’র প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবী প্রফেসার শাহগীর বখত ফারুক,চীফ এডভাইজার আহবাব মিয়া,কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন,কাউন্সিলর ফয়জুর রহমান,কামরুজজামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল আমীন,ব্যারিষটার রফিক আহমদ,আলাউদ্দিন আহমদ মুক্তা,সিলেট ছাতক সমিতির সাবেক সভাপতি জনাব ফজর আলী,মজির উদ্দীন,এডভোকেট আমীর উদ্দীন,এম এ আজিজ,আবদুল মালিক কুঠি,প্রফেসার ওমর ফারুক,নজরুল ইসলাম,ইকবাল হোসেন,রেদোয়ান খান,আব্দুর রব,আবুল মনসুর রুমেল,মিজানুর রহমান হিরু,জুলহাস চৌধুরী,মৌলনা আবদুল ওয়াদুদ মুফতি,মাছুম তালুকদার,জিলু আহমদ,নজির উদ্দীন ,দিলবর আলী,আবুল কাসেম আলীম,আমীর হোসেন,তফজ্জুল আলী,আবুল হোসেন,মকবুল আহমদ,ছৈল মিয়া প্রমূখ । বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জনে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাঘফেরাত কামনা করতঃ স্বাধীনতা যুদ্ধে পরোক্ষ ভাবে অংশগ্রহনকারী যুক্ত রাজ্যের সকল মুক্তি যুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত সকল প্রবাসীদের আত্মার মাঘফেরাত কামনা করা হয়।সভার পক্ষ থেকে সিলেট ওসমানী বিমানবন্দর কে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে কার্যক্রম শুরু করা,ভাড়া বৈষম্য দূরীকরন সহ নো ভিসা ফি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।সংগঠনের সহ-সভাপতি জনাব আব্দুর রব সাহেবের ছোট ভাইয়ের অকাল প্রয়ানে এবং যুগ্ম সম্পাদক মাহবুবুর রউফ নয়নের পিতা সুনামগনজ জুবিলী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব আব্দুর রউফ সাহেবের সদ্য প্রয়ানে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের আত্মার মাঘফেরাত সহ বীর শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল ওয়াদুদ ।পরিশেষে আগত সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সংগঠনেকে উত্তরোত্তর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে সভাপতি জনাব মোহাম্মদ আবুল লেইছ সভার সমাপ্তি ঘোষনা করেন

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১৭ই ডিসেম্বর ২০২৪ইং।১৩৫ কমার্শিয়াল ষ্ট্রীট ।ইষ্ট লন্ডন।

Update Time : ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

১৭ই ডিসেম্বর ২০২৪ইং।১৩৫ কমার্শিয়াল ষ্ট্রীট ।ইষ্ট লন্ডন।সুনামগনজ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র বিজয়দিবস উদযাপন।নিউজ ডেক্স:গত ১৭ই ডিসেম্বর ২০২৪ ইষ্ট লন্ডনের একটি হলে সুনামগনজ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে কর্তৃক অত্যন্ত আননদ মুখর পরিবেশে আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী জনাব মোহাম্মদ আবুল লেইছ।সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছের প্রাণবন্ত সঞ্চালনায় মৌলনা তরিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওতের মধ্যদিয়ে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন বিবিসিসিআই’র প্রতিষ্টাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবী প্রফেসার শাহগীর বখত ফারুক,চীফ এডভাইজার আহবাব মিয়া,কাউন্সিলর ভিপি ইকবাল হোসেন,কাউন্সিলর ফয়জুর রহমান,কামরুজজামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল আমীন,ব্যারিষটার রফিক আহমদ,আলাউদ্দিন আহমদ মুক্তা,সিলেট ছাতক সমিতির সাবেক সভাপতি জনাব ফজর আলী,মজির উদ্দীন,এডভোকেট আমীর উদ্দীন,এম এ আজিজ,আবদুল মালিক কুঠি,প্রফেসার ওমর ফারুক,নজরুল ইসলাম,ইকবাল হোসেন,রেদোয়ান খান,আব্দুর রব,আবুল মনসুর রুমেল,মিজানুর রহমান হিরু,জুলহাস চৌধুরী,মৌলনা আবদুল ওয়াদুদ মুফতি,মাছুম তালুকদার,জিলু আহমদ,নজির উদ্দীন ,দিলবর আলী,আবুল কাসেম আলীম,আমীর হোসেন,তফজ্জুল আলী,আবুল হোসেন,মকবুল আহমদ,ছৈল মিয়া প্রমূখ । বাংলাদেশের স্বাধীনতার বিজয় অর্জনে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাঘফেরাত কামনা করতঃ স্বাধীনতা যুদ্ধে পরোক্ষ ভাবে অংশগ্রহনকারী যুক্ত রাজ্যের সকল মুক্তি যুদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত সকল প্রবাসীদের আত্মার মাঘফেরাত কামনা করা হয়।সভার পক্ষ থেকে সিলেট ওসমানী বিমানবন্দর কে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে কার্যক্রম শুরু করা,ভাড়া বৈষম্য দূরীকরন সহ নো ভিসা ফি বাতিল করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।সংগঠনের সহ-সভাপতি জনাব আব্দুর রব সাহেবের ছোট ভাইয়ের অকাল প্রয়ানে এবং যুগ্ম সম্পাদক মাহবুবুর রউফ নয়নের পিতা সুনামগনজ জুবিলী হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক জেলা শিক্ষা অফিসার জনাব আব্দুর রউফ সাহেবের সদ্য প্রয়ানে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের আত্মার মাঘফেরাত সহ বীর শহীদদের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি আবদুল ওয়াদুদ ।পরিশেষে আগত সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং সংগঠনেকে উত্তরোত্তর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে সভাপতি জনাব মোহাম্মদ আবুল লেইছ সভার সমাপ্তি ঘোষনা করেন