সুরমা টিভি 24 নিউজ ডেস্ক:
আট বছরের শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলাদেশ। নারীদের প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসও। শনিবার (৮ মার্চ) রাতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। নারীর প্রতি সহিংসতায় প্রতিবাদের আওয়াজ উঠছে সমাজের নানান ক্ষেত্রের মানুষের মাঝে।
ধর্ষকের কঠিন শাস্তি চান জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম।
ধর্ষণসহ নারীদের ওপর সংঘটিত সহিংসতার বিরুদ্ধে আওয়াজ জোরাল হচ্ছে। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি উঠছে। এবার জাতীয় ক্রিকেট দলের তারকা শরিফুল ইসলামও দাবি তুললেন ধর্ষকের কঠোর শাস্তির পক্ষে।
শনিবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন শরিফুল।
আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না, সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে।
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়েন শরিফুল। এরপর ইনজুরি কাটিয়ে ফিরলেও চেনা ছন্দে দেখা মেলেনি তার। যে কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন ২০২০ এর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই পেসার। জায়গা পাননি চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও। তবে নিজের সেরা ফর্ম উদ্ধার করে ফের দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।