নারী তুমি নারী না হয়ে – কবে হবে মানুষ?
নারী দিবসের বাহানায় পুরুষ উড়ায় মহত্ত্বের ফানুস।
হায়রে নারী! বোকা তুমি ! দিবস পেয়ে খুশি!
সম্মান দিতে আলাদা কোনো দিবস লাগে নাকি?
লিঙ্গ ভেদে সত্যিই যদি সমতা আনা যেত!
নারীকে তাহলে আলাদা করে দিবস পেতে হতো?
ধর্ষক সেও শুভেচ্ছা জানায় নারী দিবস বলে,
সহ্যের ও একটা সীমা আছে – রাগে শরীর জ্বলে।
নারী দিবস না হয়ে যদি মনুষ্য দিবস হতো!
একবিংশ শতাব্দী তবেই আজ স্বার্থকতা পেত।
লিঙ্গ ভেদে পার্থক্য যদি থাকবেই প্রকৃতির নিয়মে,
সমতা – সমঝোতা নয় কেন তবে সম অধিকারে?
নারী তুমি কাজে লাগাও মেধা-মননশীলতা- বিবেক,
রুখবে তোমায় কোন পুরুষে?কোন সে দিবস প্রেমিক?
ঘাত- প্রতিঘাত , বাধা -বিপত্তি আসবেই ভালো কাজে,
নতুনত্বে আসে কটুক্তি ভীষণ – বহু আগে থেকে।
প্রতিজ্ঞাবদ্ধ হও লক্ষ্য অর্জনে দৃষ্টির ওপারে পৌঁছাতে,
নারী বলে বিশেষ দিবসকে বর্জন করো ব্যক্তিত্বে।
লিঙ্গ ভেদে বিশেষায়িত না হয়ে যদি মানুষ হও মননে
মানুষ হবার উপলব্ধিতে তবেই বাঁচবে নতুন প্রাণে।
রচনাকাল:
৮ই মার্চ,২০২০ইং
রাত : ৯ টা ৪০ মিনিট
বনশ্রী, ঢাকা।