সুরমা টিভি ২৪ নিউজ ডেক্স:
ফুটবল বিশ্বকাপের শতবর্ষী আসর অর্থাৎ ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪টি করার কথা ভাবছে ফিফা। গত বুধবার (৫ মার্চ) অনুষ্ঠিত ফিফার কাউন্সেলিং মিটিংয়ের পর সংস্থাটির একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।ফিফা বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ বিশ্বকাপকে ভিন্ন আঙ্গিকে সাজাতে চাইছে ফিফা। বিশেষ এই টুর্নামেন্টটি আয়োজনের জন্য ইতোমধ্যে তিন মহাদেশের ৬টি দেশকে আয়োজক স্বত্ব দেয়া হয়েছে। এবার দল সংখ্যাও বাড়ানোর কথা ভাবছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে ফিফার এক মুখপাত্র বলেন,গত ৫ মার্চ ফিফার কাউন্সিল মিটিংয়ের শেষদিকে ‘বিবিধ’ এজেন্ডা আইটেমে শতবর্ষ উদযাপনের জন্য ২০৩০ ফিফা বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের একটি প্রস্তাব তোলেন একজন সদস্য। প্রস্তাবটি বিশ্লেষণ করে দেখা হবে। কারণ ফিফার যেকোনো কাউন্সিল সদস্যের প্রস্তাবই বিবেচনায় নেয়া হয়।’ এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) নিউ ইয়র্ক টাইমস তাদের একটি প্রতিবেদনে জানায়, প্রস্তাবটি করেছিলেন উরুগুয়ের প্রতিনিধি ইগনাসিও আলনসো। পত্রিকাটি আরও জানায়, এই প্রস্তাব উত্থাপনের সময় কোনো দেশই এটির পক্ষে-বিপক্ষে কোনো মন্তব্য করেনি। তবে এক্ষেত্রে কোনো সূত্রের নাম উল্লেখ করেনি তারা। সভায় উপস্থিত তিন সদস্যের মতামত অনুযায়ী, ফিফা এই প্রস্তাবের অর্থনৈতিক, রাজনৈতিক এবং ক্রীড়া সংক্রান্ত সুবিধা-অসুবিধা খুঁজে বের করার চেষ্টা করবে। বেশিরভাগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই এটি করে থাকে সংস্থাটি। সভায় উপস্থিত ৪ জনের সূত্র ধরে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জিয়ান্নি ইনফান্তিনো এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছেন। পত্রিকাটির মতে, ইনফান্তিনো প্রস্তাবটির খুঁটিনাটি বিশ্লেষণ করার দিকে জোর দিয়েছেন।