অনলাইন নিউজ ডেস্ক:
ব্রাজিলের জার্সিতে নেইমারের খেলার অপেক্ষার অবসান হলো। ইনজুরিতে প্রায় ১৭ মাস মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রাখা হয়েছে দেশের সর্বকালের শীর্ষ গোলদাতাকে।
২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সিতে খেলার সময় বাঁ হাঁটুতে গুরুতর চোট পান নেইমার। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গেও চুক্তি ছিন্ন করতে হয়েছে তাকে। ফিরেছেন বাল্যকালের ক্লাব সান্তোসে। তিনটি বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ড ২০২৬ এর আসরে খেলার ইচ্ছা পোষণ করেছেন। তার আগে ৩৩ বছর বয়সী তারকা নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সান্তোসে। সবশেষ চার ম্যাচে তিন গোল করা নেইমার রবিবার ব্রাগান্তিনোর জাল কাঁপিয়ে বলেছিলেন, তিনি তার সেরা শারীরিক অবস্থানে আছেন।
বৃহস্পতিবার টেলিভিশনে কোচ দরিভাল জুনিয়রের দল ঘোষণা দেখার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নেইমার লিখেছেন, ‘ফিরতে পেরে খুশি।’ দেশের হয়ে তিনি সেরা ফর্মে ফিরবেন আশা প্রধান কোচের, ‘নেইমার কী প্রতিনিধিত্ব করে সেটা নিয়ে কথা বলা অপ্রয়োজনীয়। সে তার ফর্ম ফেরানোর চেষ্টা করছে, আমরা সেটা বুঝি এবং অবগত আছি। কিন্তু তার সামর্থ্য ও দক্ষতায় আমাদের বিশ্বাস আছে, মাঠে যে কোনও পরিস্থিতি সে জয় করতে পারে। সে এমন একজন খেলোয়াড়, যার (ব্রাজিল) সতীর্থরা জনসম্মুখে জানিয়ে দিয়েছে, তার প্রভাব কতটা।’
নেইমারকে ছাড়া বেশ ভুগেছে ব্রাজিল। ১২ ম্যাচ শেষে তারা বাছাইপর্বের টেবিলের পঞ্চম স্থানে। পাঁচটি জয়ের পাশাপাশি হার দেখেছে চারটিতে।
আগামী ২০ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ব্রাসিলিয়ায় ম্যাচ। তারপর পাঁচ দিন পর দক্ষিণ আমেরিকান ক্লাসিকো।
ব্রাজিলের ২৩ জনের দল: আলিসন বেকার, বেন্তো, এদারসন; দানিলো, গুইলহেরমে আরানা, ওয়েসলি, ভ্যান্ডারসন, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস, লিও অরতিজ, মুরিলো; আন্দ্রে, ব্রুনো গুইমারায়েস, গার্সন, ম্যাথিউস কুনহা, নেইমার, লুকাস, পাকুয়েতা, এস্তেভাও; হোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিয়ো, ভিনিসিয়ুস জুনিয়র।
৬/৩/২০২৫/ সুরমা টিভি২৫ / শামীমা