আগুন জ্বেলে আগুন শোকে
তোরা করিস পালন শোক
কি লাভ হলো লাশের তাতে
সব লোক দেখানো নাটক!
দোয়া দরুদ শেখায় নি কি
তোদের পিতা মাতা?
সব কাজেরই কাজী তোরা
জানিস কচুর মাথা!
যত্তোসব আজাইরা ঢংএ
থাকিস বিজি তোরা
তোদের এসব সেলফি বাজি
বুঝে গেছে ওরা!
এর চেয়ে ভাই মোনাজাতে
যদি পারতিস দিতে মন
উপর ওয়ালার দয়ায় হতো
গোরের প্রজ্বলন।