আবারও ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৪ মার্চ) কংগ্রেসের প্রথম ভাষণে গ্রিনল্যান্ডের মানুষকে সমৃদ্ধি ও নিরাপত্তা দেয়ার কথা বলেন তিনি। খবর রয়টার্সের।
ট্রাম্প বলেন, ‘আমরা তোমাদের নিরাপদ রাখব। আমরা তোমাদের ধনী বানাব। একসাথে মিলে আমরা গ্রিনল্যান্ডকে এমন উচ্চতায় নিয়ে যাব যা তোমরা আগে কখনও কল্পনাও করোনি।’ এখানে জনসংখ্যা খুব কম। কিন্তু অনেক বড় ভূ-খণ্ড। সামরিক নিরাপত্তার জন্যও গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ, বলেন তিনি।
এদিকে জনমত জরিপে দেখা গেছে যে, বেশিরভাগ গ্রিনল্যান্ডবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে চায় না। যদিও সংখ্যাগরিষ্ঠরা ডেনমার্ক থেকে চূড়ান্ত স্বাধীনতার পক্ষে। এমনকি প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু করার আগেও ট্রাম্প বলেছিলেন, তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করে তুলতে চান। যদিও ন্যাটো মিত্র ডেনমার্ক বলেছে যে ‘এটি বিক্রির জন্য নয়’।গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং এর সমৃদ্ধ খনিজ সম্পদের জন্য যুক্তরাষ্ট্র লাভবান হতে পারে। এটি ইউরোপ থেকে উত্তর আমেরিকার সবচেয়ে সংক্ষিপ্ততম রুটে অবস্থিত, যা মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কংগ্রেসে ট্রাম্প তার বক্তৃতায় আরও বলেন, ‘গ্রিনল্যান্ডের জনগণের জন্য একটি বার্তা রয়েছে। আমরা দৃঢ়ভাবে আপনার ভবিষ্যত নির্ধারণের অধিকারকে সমর্থন করি। যদি চান, তাহলে আমরা আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে পারে।’
৫ই মার্চ ২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।