সুরমা টিভি ২৪ নিউজ ডেক্স:
গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট সিরিজেও হারের মুখ দেখে ভারত। টানা দুই সিরিজ হারের পরই খেলোয়াড়দের জন্য বেশকিছু কড়া নীতিমালা আনে বিসিসিআই। এসব নীতিমালার মধ্যে একটি ছিল সফরের সময় পরিবারের সদস্য বা বন্ধুবান্ধব নিয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা। এবার আইপিএলেও এমন কিছু নিষেধাজ্ঞা দেখা যাবে।আসন্ন আইপিএলে ড্রেসিংরুমে খেলোয়াড়দের বান্ধবী এবং স্ত্রীদের আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া সফরের সময় খেলোয়াড়দের টিম বাসে যাওয়ার নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৫ সালের আইপিএলে দলগুলো এবং খেলোয়াড়দের জন্য কী কী নতুন নিয়ম বিসিসিআই চালু করেছে, একনজরে তা দেখে নেওয়া যাক— অনুশীলন দিনের নিয়মাবলী:১. অনুশীলনে দুটি নেট এবং একটি সাইড উইকেট বরাদ্দ থাকবে। মুম্বাইয়ের ভেন্যুতে যদি একই সময়ে দুটি দল অনুশীলন করে, প্রতিটি দল দুটি উইকেট পাবে।২. কোনো দল উন্মুক্ত নেট ব্যবহার করতে পারবে না।৩. যদি কোনো দল নির্ধারিত সময়ের আগে অনুশীলন শেষ করে, অন্য দলকে পিচ ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।৪. ম্যাচের দিনে অনুশীলনের কোনো সুযোগ থাকবে না।৫. ম্যাচের দিনে খেলোয়াড়দের ফিটনেস টেস্ট মূল মাঠে নেওয়া যাবে না।৬. অনুশীলনের দিনে শুধুমাত্র অ্যাক্রিডিটেড ব্যক্তিরাই ড্রেসিংরুম এবং মাঠে থাকতে পারবেন। খেলোয়াড়দের পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবরা আলাদা গাড়িতে আসবেন। তারা হসপিটালিটি বক্স থেকে খেলোয়াড়দের অনুশীলন দেখতে পারবেন।৭. খেলোয়াড়রা টিম বাস ব্যবহার করে অনুশীলনে যাবেন। যদি এক বাসে সংকুলান না হয়, সেক্ষেত্রে দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে।৮. ফিটনেস সম্পর্কিত কোনো অনুরোধ থাকলে সেটা ভেন্যু ম্যানেজারকে জানাতে হবে। ম্যাচ দিনের নিয়মাবলী:১. অ্যাক্রিডিটেশন পাওয়া সব স্টাফকে মাঠে অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যেতে হবে। প্রথমবার ভুল হলে সতর্ক করা হবে, দ্বিতীয়বার ভুল হলে আর্থিক জরিমানা হবে।২. হিটিং নেট দেওয়ার পরও খেলোয়াড়রা অনুশীলনের সময় এলইডি বোর্ডে বল মারেন। এটা এড়ানোর অনুরোধ করা হয়েছে। ৩. এলইডি বোর্ডের সামনে সাপোর্ট স্টাফরা বসতে পারবেন না। দ্বাদশ খেলোয়াড়ের তোয়ালে এবং পানির বোতল কোথায় রাখা হবে, সেটা স্পন্সর টিম ঠিক করবে।৪. খেলোয়াড়দের কমলা ও বেগুনি ক্যাপ পরতে হবে। যদি কেউ ক্যাপ একদমই না পরতে চান, তাদের অন্তত প্রথম দুই ওভার পর্যন্ত ক্যাপ পরতে অনুরোধ করা হয়েছে। ৫. পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যান্ডেল ও জার্সি পরে আসা যাবে না। প্রথমবার ভুল হলে সতর্ক করা হবে, দ্বিতীয়বার জরিমানা হবে।৬. ম্যাচের দিনে শুধুমাত্র ১২ জন সাপোর্ট স্টাফকে অ্যাক্রিডিটেশন দেওয়া হবে। এর মধ্যে দলের চিকিৎসকও থাকবেন।