সংযুক্ত আরব আমিরাতে ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ লটারিতে ২ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) জিতেছেন জাহাঙ্গীর আলম নামে একজন প্রবাসী বাংলাদেশি।
মঙ্গলবার (৪ মার্চ) সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্রতে ২ কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬৫ কোটি ৯৩ লাখ টাকা। জাহাঙ্গীরের টিকিট নম্বর ছিল ১৩৪৪৬৮। গত ১১ ফেব্রুয়ারি তিনি এটি কিনেছিলেন।
খালিজ টাইমস বলেছে, ৪৪ বছর বয়সি জাহাঙ্গীর ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। তিনি জাহাজ নির্মাণ শিল্পেকর্মরত। তার পরিবার বাংলাদেশে থাকে। গত তিন বছর ধরে তিনি প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য ১৪ জন বন্ধুর একটি গ্রুপের সাথে দল বেঁধে বিগ টিকিট ড্র-তে অংশগ্রহণ করেছেন।
লটারিতে জয়ের অর্থ দিয়ে জাহাঙ্গীর দুবাইতে একটি ছোট ব্যবসা শুরু করার এবং তার বন্ধুদের সাথে উদ্যোগটি শেয়ার করার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, ‘আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আমি আশা করি, আমার এই গল্প অন্যদেরকেও সুযোগ নিতে এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে অনুপ্রাণিত করবে।’
৪ঠা মার্চ ২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।