যুক্তরাজ্য জাসদের উদ্দোগে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত।
- Update Time : ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ২০ Time View
যুক্তরাজ্য জাসদের উদ্দোগে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত।
নিউজ ডেক্স:
লন্ডনে ১৬ই ডিসেম্বর ২০২৪: বাংলাদেশের ৫৩তম জাতীয় বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের প্রীন্সলেট ষ্ট্রীটের লন্ডন বাংলা প্রেস ক্লাবে যুক্তরাজ্য জাসদের উদ্দোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য জাসদের সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু ও যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এর পর সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।
সভার শুরুতে যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশীদের স্বাগতিক বক্তব্য তুলে ধরেন। তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিজয় দিবসের আলোকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপর বিষদ আলোচনা করেন। তিনি বলেন, পৃথিবীর মধ্যে যে গুটিকয়েক দেশ দখলদারদের সাথে সরাসরি যুদ্ধ করে বুকের রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ তাদেরই একটি। তাই যে কেউ ইচ্ছা করলেই ইতিহাস থেকে ‘৭১ এর মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে পারবেনা। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক শক্তির অটুট ঐক্যের আহ্বান জানান।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত সরকারের সীমাহীন দূর্নীতি এবং স্বেচ্ছাচারিতাই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্হার জন্য দায়ী। বক্তাগণ বাংলাদেশকে আজকের অবস্হা থেকে ফিরিয়ে আনতে ‘৭১ এর মুক্তিযুদ্ধের চেতনায় সকল প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবন্ধ ভাবে কাজ করার আহবান জানান ।
যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ‘৭১ এর জাতীয় মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কেউ ইচ্ছা করলেই ২০২৪ সাল দিয়ে বিশ্বনন্দিত ঐতিহাসিক ১৯৭১ সালকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবেননা। পৃথিবীর বুকে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন ‘৭১ এর জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধুর নাম চির ভাস্কর হয়ে থাকবে।
তারা বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পরাজয়ের প্রতিশোধ নিতে ২৪ দিয়ে ‘৭১কে মুছে ফেলতে চাইছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিসহ বাংলাদেশের জন্মশত্রুরা তাদের পরাজয়ের প্রতিশোধের রাজনীতি শুরু করেছে। তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে ফেলে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধারের চেষ্টা করছে।
যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ কেন্দ্রীয় জাসদ সভাপতি, সাবেক মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা জননেতা হাসানুল হক ইনুর উপর থেকে মামলা প্রত্যহার করে নির্শত মুক্তির দাবী জানান। সাথে সাথে সারা দেশের জাসদের নেতা কর্মীদের উপর রাজনৈতিক প্রতিহিংসা মূলক মামলা প্রত্যহার করে নেওয়ার জন্য অন্তর্বর্তিকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
যুক্তরাজ্য জাসদ নেতৃবৃন্দ জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সিলেট জেলা জাসদের সভাপতি, সিলেট ডায়াবেটিস সমিতির সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক জননেতা লোকমান আহমদসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের উপর থেকে মিথ্যা মামলা পরিহার করে নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসদের সিনিয়র সদস্য বীর মুক্তিযুদ্ধা ডঃ আবু মুস্তফা, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, যুগ্ম সাধারন সম্পাদক সালেহ আহমদ, সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক এবং যুক্তরাজ্য জাসদের কার্যকরী কমিটির সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, সিনিয়র জাসদ নেতা আব্দুল হক, যুক্তরাজ্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এমরান আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য জাসদ ও নারীজোট নেত্রী রেহানা বেগম, যুক্তরাজ্য জাসদের সদস্য মিসেস রহিমা খাতুন।
এছাড়াও অথিতিদের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা হলেন যথাক্রমে, লন্ডন বারা অব টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক মেয়র সেলিম উল্লাহ, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান, বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ আব্দুল হাদী, প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ, ক, চুন্নু; ফেরদৌসি পারভিন লিপি, টিভি উপস্থাপিকা নাজরাতুন নাঈম, সমাজকর্মী দিলু চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওয়াদুদ, বিয়ানীবাজার ছাত্রলীগ সাবেক নেতা আতিকুর রহমান, মুজাহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, সমাজকর্মী আব্দুল গাফ্ফার, আব্দুল মান্নান, সিরাজ উদ্দিন, নিশাত তাসনিম প্রভা প্রমূখ। সভাপতি হারুনুর রশীদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়। সভা শেষে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে হালকা খাবার পরিবেশন করা হয় ।