অনলাইন নিউজ ডেস্ক:
রাজশাহীর বাগমারা উপজেলায় আগুন লাগা দোকানের ভেতরে থাকা টাকার বাক্স আনতে গিয়ে শ্বাসনালি পুড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মাদারীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যবসায়ীর নাম আবদুল আওয়াল (৬০)। তিনি রাজশাহীর পবা উপজেলার ভূগরইল গ্রামের বাসিন্দা। বাগমারার মাদারীগঞ্জ বাজারে তিনি তেলের দোকান চালাতেন। দোকানের পাশেই ভাড়া বাসায় করে তিনি বসবাস করতেন।
নাম প্রকাশ না করার শর্তে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের একজন কর্মকর্তা বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছার আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলেছেন। পরে তাঁরা আগুন নেভানোর কাজে অংশ না নিয়েই ফিরে এসেছেন। তবে কেউ মারা গেছেন সে খবর তাঁরা জানেন না।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আবদুল আওয়াল তেলের দোকান খুলে বসে ছিলেন। দোকান খোলার কিছুক্ষণ পর ভেতরে পড়ে থাকা তেলের পাত্রের ভাঙা অংশে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানদার ও লোকজন ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় দোকানি আবদুল আওয়াল ভেতরে থাকা টাকার বাক্স আনতে গেলে ধোঁয়া ও আগুনের তাপে তাঁর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। তিনি টাকার বাক্স অক্ষত অবস্থায় বাইরে আনার পর চেতনা হারিয়ে ফেলেন। আশপাশের লোকজন অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে হাসপাতালে নিলে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
চিকিৎসকের বরাত দিয়ে আওয়ালের ছেলে এরশাদ আলী বলেন, শ্বাসনালি পুড়ে তাঁর বাবার মৃত্যু হয়েছে। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
৩/৩/২০২৫/সুরমা টিভি/ শামীমা