ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৩ মার্চ) ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।
সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মধ্যরাত ১.৪২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মালুকু তেঙ্গা রিজেন্সি থেকে ৬৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। কোনো সুনামির সতর্কতাও ছিল না।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের পাশে অবস্থিত ইন্দোনেশিয়ায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। যা দেশটিকে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। গত সপ্তাহে দেশটির উত্তর সুলাওয়েসি প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
৩রা মার্চ ২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।