বিজয় দিবস উপলক্ষে গোলাপগঞ্জের সাংবাদিকদের আলোচনা ও দোয়া মাহফিল
- Update Time : ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ৮ Time View
গোলাপগঞ্জ-সিলেট, সুরমা টিভি ২৪, ফ্রান্স-প্যারিসঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোঃ বদরুল আলম।
এনটিভি ইউরোপ গোলাপগঞ্জ প্রতিনিধি মোঃ ফাহিম আহমদ এর তেলাওয়াতে উপস্থিত ছিলেন
দৈনিক যোগান্তর গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, সকালের দিগন্ত গোলাপগঞ্জ প্রতিনিধি সামসুল হুদা, দৈনিক বিজয়ের সময় পোর্টালের সম্পাদক ফাহাদ হোসেন, আই ওন টিভি গোলাপগঞ্জ প্রতিনিধি অলিউর রহমান, জিবি টেলিভিশন স্টাফ রিপোর্টার তামিম আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য সাকেল উদ্দিন, সাপ্তাহিক হলি সিলেট গোলাপগঞ্জ প্রতিনিধি ইমন আহমদ প্রমুখ।
এসময় বক্তব্যে তারা বলেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে সংঘটিত মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত করা হয়। কিন্তু বিগত শাসকগোষ্টি এ দেশের গণমানুষের ভাগ্যের কোনও পরিবর্তন ঘটেনি। ২০২৪ এর বিপ্লবের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। যারা এই বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানান। এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ও আহতদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।