অনলাইন নিউজ ডেক্স :
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন সংযুক্ত আরব আমিরাতে। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে রোহিত-কোহলিরা। এদিকে আইপিএলকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেক ফ্র্যাঞ্চাইজি আবার নিজ ভেন্যুতে অনুশীলন শুরু করে দিয়েছে। তবে এবার আইপিএলের দলগুলোর জন্য আসছে নতুন নিয়ম।আইপিএলে আসছে নতুন নিয়ম। এবারের আইপিএলে দলগুলোর জন্য নতুন নিয়ম করতে যাচ্ছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ম্যাচের দিন কোনও প্রকার অনুশীলন পর্ব থাকছে না। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, কোন প্রকার আঞ্চলিক ম্যাচ, লিজেন্ডস লিগ কিংবা সেলেব্রেটি টুর্নামেন্টের জন্য মাঠগুলো ব্যবহার করা যাবে না। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ম্যাচের আগে স্টেডিয়াম চুক্তি অনুযায়ী দলগুলো ৩ ঘণ্টা মেয়াদে ৭টি অনুশীলন সেশন চালাতে পারবে। তবে সবই হতে পারে ফ্লাডলাইটের আলোতে। এর মাঝে দুটো হতে পারে প্র্যাক্টিস ম্যাচ। তবে সেক্ষেত্রে ম্যাচের সময় ৩ ঘণ্টার বেশি হতে পারবে না। উইকেটের ক্ষেত্রেও নির্দেশনা দেয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রথম হোম ম্যাচের চার দিন আগে থেকে পিচ এবং তার আশেপাশে কোনও অনুশীলন বা প্রস্তুতি ম্যাচ খেলা যাবে না। তবে এই সময়ের মধ্যে তার পাশের যেকোনও উইকেটে রেঞ্জ হিটিং করা যাবে। কিন্তু তার জন্য লিখিত অনুমতি নিতে হবে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী আসন্ন আইপিএলের দলগুলোকে মোট ৪টি নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের প্রথম নির্দেশনা হলো- অনুশীলনের জন্য দলগুলোকে দেওয়া হবে দুটি নেট। আর সাইড উইকেটে রেঞ্জ হিটিংয়ের জন্য দেওয়া হবে অতিরিক্ত একটি নেট। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একসঙ্গে যদি দুই দল অনুশীলন করে, তাহলে উভয় দলের জন্যই রেঞ্জ হিটিংয়ে জন্য ব্যবস্থা থাকবে। দ্বিতীয়ত সুযোগ থাকছে না কোনও ওপেন নেট প্র্যাক্টিসের। এরপর যদি কোনও দল আগেই প্র্যাক্টিস শেষ করে ফেলে, তাহলে অপর দল একই উইকেটে অনুশীলনের অনুমতি পাবে না। সবশেষ নির্দেশনা হলো- ম্যাচের দিনগুলোতে কোনও অনুশীলন পর্ব থাকছে না।