ইন্টারনেট কলিং সার্ভিস স্কাইপ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। চলতি বছরের মে মাসে এই পরিষেবা বন্ধ হবে বলে জানানো হয়েছে। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।
তবে মাইক্রোসফট জানায়, ব্যবহারকারীরা তাদের ডেটা অন্যত্র স্থানান্তর করতে পারবেন অথবা মাইক্রোসফটের টিমসে স্থানান্তর করতে পারবেন। যা একই রকম অনেক চ্যাট এবং কলিং বৈশিষ্ট্য অফার করে। এজন্য মাইক্রোসফট টিমসে একটি মাইগ্রেশন পরিষেবা অফার করা হবে। যাতে গ্রুপ চ্যাট এবং ডেটা অন্যত্র স্থানান্তর করা যায়। স্কাইপ বন্ধের মূল কারণ হলো কোম্পানির যোগাযোগ সেবাগুলোকে সহজ করা এবং তাদের নিজস্ব প্ল্যাটফর্ম ‘টিমস’-এর ওপর বেশি মনোযোগ দেয়া বলে জানিয়েছে মাইক্রোসফট।
তবে মাইক্রোসফট টিম ঐতিহ্যবাহী ফোন নম্বরগুলোতে কল করার ক্ষমতা প্রদান করবে না। প্রথমদিকে, এটি স্কাইপের অন্যতম কেন্দ্রীয় বৈশিষ্ট্য ছিল।স্কাইপ ৫ মে পর্যন্ত অনলাইনের সঙ্গে যুক্ত থাকবে। যার ফলে ব্যবহারকারীরা তাদের চ্যাটগুলো কী করবেন এবং অন্যত্র স্থানান্তর করবেন কিনা তা সিদ্ধান্ত নেয়ার জন্য প্রায় ৬০ দিন সময় পাবেন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় স্কাইপ। স্কাইপের অডিও এবং ভিডিও কলগুলো ২০০০ সালের গোড়ার দিকে ল্যান্ডলাইন শিল্পকে ছাড়িয়ে দ্রুত মানুষের চাহিদার শীর্ষে চলে আসে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জুম এবং সেলসফোর্সের স্ল্যাকের মতো সহজে ব্যবহারযোগ্য এবং আরও নির্ভরযোগ্য প্রতিদ্বন্দ্বীদের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি এই প্ল্যাটফর্মটি।
স্কাইপের প্রযুক্তি স্মার্টফোন যুগের জন্য উপযুক্ত না হওয়ার কারণেই প্রতিযোগিতায় টিকতে পারেনি এটি।বিশেষ করে মহামারির সময় যখন অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের চাহিদা বাড়ে তখন মাইক্রোসফট স্কাইপের বদলে টিমসকে বেশি গুরুত্ব দেয়। অফিস ও কর্পোরেট গ্রাহকদের টার্গেট করে মাইক্রোসফট টিমসকে অফিস অ্যাপগুলোর সঙ্গে যুক্ত করে।
পহেলা মার্চ ২০২৫, সুরমা টিভি ২৪, সুমাইয়া।