ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চান ‘যুক্তরাষ্ট্র আরও দৃঢ়ভাবে তাদের পাশে থাকুক’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ট্রাম্পের সাথে তার ভাষায় ‘কঠিন সংলাপ’ হওয়ার পর এ কথা বলেন তিনি।
শনিবার (১ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র আরও দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে দাঁড়াবে-এমনটাই তিনি চান।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে খনিজ চুক্তি স্বাক্ষর করতে তিনি প্রস্তুত বলেও জানান।
তবে সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টির জন্য পুনরায় আহ্বান জানান এই ইউক্রেনীয় নেতা।শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে তীব্র বিবাদের সময়, ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার’ অভিযোগ করেন।এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জেলেনস্কি আজ ডাউনিং স্ট্রিটে দেখা করবেন। রোববার ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে তারা আলোচনা করবেন বলে জানা গেছে। ট্রাম্পের সঙ্গে ঝগড়ার পর ইউরোপীয় নেতারা এবং ইউক্রেনের মানুষ জেলেনস্কির প্রতি সমর্থন দেন।
১লা মার্চ ২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।