হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাগবিতণ্ডার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনীয় নেতা রাশিয়ার সঙ্গে আসলেই শান্তি চান কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ওভাল অফিসে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকে মার্কো রুবিওও উপস্থিত ছিলেন। ওই বৈঠকের মধ্যদিয়ে ইউক্রেনের বিরল খনিজ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু ওই বৈঠকে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে পূর্বনির্ধারিত যৌথ সম্মেলন বাতিল করা হয় এবং জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হয়। এদিন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডার জন্য জেলেনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে বৈঠককে জেলেনস্কি ‘চরম বিপর্যয়’র দিকে নিয়ে গেছেন মন্তব্য করে মার্কো রুবিও বলেন, জেলেনস্কির উচিত ’এমন বিপর্যয়কর একটি বৈঠকের জন্য এবং আমাদের সময় নষ্ট করার জন্য ক্ষমা চাওয়া।’ তিনি আরও বলেন, ‘ওখানে গিয়ে তার (ট্রাম্পের) প্রতিপক্ষ হওয়ার কোনো প্রয়োজন ছিল না।’ জেলেনস্কির উচ্চবাচ্যের সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একজন চুক্তি সম্পাদনকারী হিসেবে উপস্থিত, যিনি সারা জীবন চুক্তি সম্পাদন করে এসেছেন, সেখানে আপনি যখন এমন আক্রমণাত্মকভাবে কথা বলতে শুরু করেন, তখন আপনি মানুষকে আলোচনার টেবিলে আনতে পারবেন না।’
পহেলা মার্চ ২০২৫, সুরমা টিভি ২৪, সুমাইয়া।