অনলাইন নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কক্সবাজারে অপহরণসহ অপরাধের সংখ্যা তুলনামূলক বেশি। এসবের সঙ্গে জড়িতদের আপনারা চেনেন। তবে অপরাধীরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। কারণ অপরাধীদের দলীয় পরিচয় থাকতে পারে না।
শনিবার সকালে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন উদ্বোধের পর তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কক্সবাজারে অফিশিয়ালি ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু এ সংখ্যা আরও বেশি। এসব রোহিঙ্গা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরানো হবে। কেননা তারা সব সমস্যা তৈরি করছে। ফলে বদনাম হচ্ছে কক্সবাজারবাসীর।
তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের যেকোনো অপরাধ দমন ও জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উখিয়া ব্যাটালিয়ন। কারণ কক্সবাজারের মূল আকর্ষণ পর্যটক। এই আকর্ষণ ধরে রাখা আমাদের সবার দায়িত্ব।
এর আগে, কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
পরে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং বিজিবি ডগ স্কোয়াডের সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত ও চৌকস দল মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করে। এছাড়া এদিন চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর।