অনলাইন নিউজ ডেক্স:
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল (২ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। সমান দুটি করে জয়ে দুই দলই ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তাই কালকের ম্যাচটি হবে গ্রুপসেরা হওয়ার লড়াই। তবে শেষ চার নিশ্চিত হওয়ায় এ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে পারে টিম ইন্ডিয়া। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এ ম্যাচে নাও থাকতে পারেন। পাকিস্তান ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন তিনি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কাল (২ মার্চ) মাঠে নামবে ভারত।
ভারত এবং নিউজিল্যান্ড দুই দলই হারিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। এ ম্যাচে শুধু নির্ধারিত হবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ। অস্ট্রেলিয়া ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। ইংল্যান্ড দুই ম্যাচের দুটিতেই হেরেছে। আর তাতেই শেষ চারে যাওয়ার আশা শেষ হয়ে গেছে তাদের। তবে দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। হেরে গেলে সেমি থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে শেষ চারে চলে যেতে পারে আফগানিস্তান।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি ম্যাচ জিতলেও স্পিনারদের বিরুদ্ধে খুব একটা স্বাচ্ছ্বন্দে খেলতে দেখা যায়নি ভারতীয় ব্যাটারদের। অন্যদিকে নিউজিল্যান্ডের স্পিনাররা বেশ চ্যালেঞ্জিং। বিশেষ করে মিচেল স্যান্টনারকে সামলানো আরও বেশি চ্যালেঞ্জের।
বাংলাদেশ এবং পাকিস্তানের বিপক্ষেও ভারতীয় ব্যাটসম্যানদের বেশ সতর্কের সাথে খেলতে দেখা গেছে। বাংলাদেশ হারলেও রিশাদ হোসেইন সে ম্যাচে দুটি উইকেট শিকার করেছিল। অন্যদিকে পাকিস্তানের আবরার আহমেদও ভারতের ব্যাটারদের বেশ ভুগিয়েছে। ভারতীয় ব্যাটাররা স্পিনারদের বিরুদ্ধে কোনও বাউন্ডারি খেলার চেষ্টা না করে তারা সিঙ্গেল এবং ডাবলস খেলার চেষ্টা করেছেন।
টুর্নমেন্টের শুরু থেকেই দুবাই বসে আছেন রোহিত-কোহলিরা। শেষ পর্যন্ত তারা এ মাঠেই খেলবে। সে কারণে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলে সমালোচনা হচ্ছে অনেক। তবে সেসব সমালোচনা খুব একটা পাত্তা দিচ্ছে না টিম ইন্ডিয়া। দলের কোচ গৌতম গম্ভীরের নজর এখন সেমিফাইনালে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শুভমান গিল। এ ছাড়া পেসার মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবকে রিজার্ভ বেঞ্চে রাখতে পারেন দলের প্রধান কোচ। সেক্ষেত্রে শামির জায়গায় একাদশে আসতে পারেন আর্শদীপ সিং। আর জাদেজার জায়গায় খেলতে পারেন ওয়াসিংটন সুন্দর। রিশভ পন্তেরও সুযোগ মিলতে পারে এ ম্যাচে।
একসঙ্গে এত খেলোয়াড়কে বিশ্রামে রাখারও কারণও অবশ্য স্পষ্ট। বিশ্রামের পর রোহিতদের একদম তরতাজা করে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামাতে চান গম্ভীর। সে কারণেই তাদের বিশ্রামের জন্য সময় দিতে চাচ্ছে ম্যানেজমেন্ট।