ধর্ষকদের ঠাঁই নেই প্রিয় বাংলাদেশে
হাবিবুর রহমান
দিনের পর দিন,
করে যাচ্ছে ধর্ষণ।
লাঞ্চিত করছে বোনটি আমার,
নিকৃষ্ট পশু কুলাঙ্গার।
শিশুরাও আজ নয় নিরাপদ,
প্রতিনিয়ত ভয়ে করে আছে চুপ!
পাষাণ্ড জানোয়ারের কাপে না তো বুক,
কি করে ধর্ষণ করে সমাজ আজ নিশ্চুপ।
স্বাধীন এই দেশের মাটিতে,
কি করে সাহস পায় করতে ধর্ষণ?
আদৌ কি হবে না এই পশুদের বিচার?
এত কিছু করার পরও পায় কি করে ছাড়?
ওরা মানুষ নয়! ওরা কুলাঙ্গার জানোয়ার!
আছে যত ধর্ষণকারী শহর আর গঞ্জে,
পাথর নিক্ষেপ করা হোক জনতার মঞ্চে।
মুক্তি পাক মানবতা স্বাধীন এই দেশে,
হাবিব বলে, ধর্ষকদের ঠাঁই নেই প্রিয় বাংলাদেশে।