অনলাইন নিউজ ডেক্স :
শ্রীলঙ্কার হোয়াইটওয়াশ হওয়ার টেস্ট সিরিজে দুই ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার ম্যাথু কুনম্যান। দ্বিতীয় টেস্টে ৭ উইকেট শিকারের পরই তার ওপর সন্দেহের তির উঠে, বোলিংটা নাকি ঠিকঠাক হচ্ছে না, অর্থাৎ অবৈধ।
কুনম্যানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দ্বিতীয় টেস্টের দুই আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। বলা হয়েছিল, ডেলিভারির সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাচ্ছে। ফলে আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয় এই স্পিনারকে। পাস করার আগে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের বোলিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
কুইন্সল্যান্ডের জাতীয় ক্রিকেট কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন কুনম্যান। ফলাফলে পাওয়া গেছে কনুই ১৫ ডিগ্রির কম বাঁক নিচ্ছে। অর্থাৎ বোলিংয়ে কোনো সমস্যা নেই। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতেও কোনো বাধা রইল না।
২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত পাঁচটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলেছেন কুনম্যান। টেস্টে ২৫ ও ওয়ানডেতে ৬ উইকেট নিয়েছেন তিনি। কুনম্যান স্বীকৃত ক্রিকেট খেলছেন ২০১৭ সাল থেকে।