সুদানের ওমদুরমান শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদন মতে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানী খার্তুমের উপকণ্ঠে ওমদুরমান শহরের ওয়াদি সেদনা সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় আন্তনভ নামে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ১৯ জনের মৃত্যুর তথ্য জানায়। আরও জানানো হয়, বিমানটি বিধ্বস্ত হয় ওমদুরমানের কারারি জেলার একটি বেসামরিক বাড়ির উপর। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়ায় বলে জানানো হয়েছে। নিহতদের মধ্যে বাহার আহমেদ নামে সেনাবাহিনীর একজন মেজর জেনারেল রয়েছেন। তিনি খার্তুমের সেনার জ্যেষ্ঠ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।
সুদান সেনাবাহিনী এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক ব্যক্তি রয়েছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনেন অগ্নিনির্বাপণকারীরা। তবে বিবৃতিতে বিমান দুর্ঘটনার কারণ বিস্তারিত জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা বিকট শব্দ শুনতে পান। এরপর দেখেন আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া বাড়িঘরের ওপর বিমান পড়ার পর সেখানে বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
২৬/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।