অনলাইন নিউজ ডেক্স :
জার্মানির সঙ্গে বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুন।বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে এলে জার্মান সরকারের এক কমিশনার জারাহ ব্রুনকে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গভীর করার প্রয়াসে বাংলাদেশ জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক চায় বাংলাদেশ। আলোচনা চলাকালে প্রধান উপদেষ্টা জার্মান জনগণ এবং জার্মান অর্থনীতির প্রশংসা করে বলেন, দেশটি বিশ্বের ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। তিনি আরও বলেন, জার্মানির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
তবে আমরা জার্মানির সঙ্গে একটি বিশেষ সম্পর্ক রাখতে চাই। এ সময় জারাহ ব্রুন অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন,তার মেয়াদে বাংলাদেশ সমৃদ্ধ হবে।