জৈন্তাপুর প্রতিনিধি, গোলাম সরওয়ার বেলালঃ ১৪ কোটি টাকা ব্যয়ে জৈন্তাপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিমার্ণ কাজের অগ্রগতি পরিদর্শন ও মাগরিবের নামাজ আদায় করেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
২৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় তিনি জৈন্তাপুর মডেল মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করতে আসেন। এসময় তিনি এক সূধী সমাবেশে বলেন, সরকার দেশের প্রতি’টি উপজেলায় ইসলামী শিক্ষা বিস্তার ও দ্বীনি শিক্ষায় বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ইসলামিক জ্ঞান-বিজ্ঞান ও ইসলামের আলো ছড়িয়ে দিতে মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার এক গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে।
আধুনিক মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার নিমার্ণ করায় ইসলামী শিক্ষা বিস্তারে জৈন্তাপুর আরও এগিয়ে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত সার্কেল সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো ইলিয়াস আহমেদ ও ইসলামি ফাউন্ডেশন সিলেটের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী’র উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা গোলাম কিবরিয়া, সেক্রেটারী রফিক আহমদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর, উপজেলা ইমাম সমিতির সভাপতি আনোয়ারুল আম্বিয়া, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
এসময় জৈন্তাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আছর এবং মাগরিব’র নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসল্লীদের জন্য নিয়মিত নামাজ আদায়ে উন্মুক্ত করা হয়েছে ।
~ প্রকাশঃ ২৬-০২-২০২৫ / সুরমা টিভি ২৪