অনলাইন নিউজ ডেক্স :
মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল আফগানিস্তান। একে একে সাজঘরে ফিরে গেছেন রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল ও রহমত শাহ। জোফরা আর্চার ধারণ করেছেন রুদ্রমূর্তি। ইব্রাহিম জাদরানের তাতে থোড়াই কেয়ার। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদির সঙ্গে প্রথমে পরিস্থিতি সামাল দিলেন। ক্রমে ব্যাটটাকে চওড়া করলেন, ধার বাড়ালেন। এরপর খাপছাড়া তরবারি হাতে শাসন করলেন ইংলিশ বোলারদের। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতি ম্যাচে সেঞ্চুরির ধারাবাহিকতা বজায় রেখে আজকের সেঞ্চুরিয়ান বনে গেলেন ইব্রাহিম জাদরান। ব্যাট হাতে গড়লেন ইতিহাস।ওয়ানডে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকালেন ইব্রাহিম জাদরান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩২৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে দুর্দান্ত ইনিংস খেলেছেন ওপেনার ইব্রাহিম জাদরান।এদিন শেষ ওভারে আউট হওয়ার আগে ১৪৬ বলে ১২ চার ও ৬ ছয়ে ক্যারিয়ারসেরা ১৭৭ রানের ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে তিনিই আফগানিস্তানের পক্ষে প্রথম সেঞ্চুরি হাঁকালেন।শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, ওয়ানডে বিশ্বকাপেও আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকানোর কীর্তি ইব্রাহিম জাদরানের। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের প্রথম সেঞ্চুরিয়ানের মর্যাদারর অধিকারী হলেন। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংসে সেই কীর্তি গড়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে গ্লেন ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ২০১ রানের ইনিংসে জাদরানের কীর্তি ঢাকা পড়ে যায়।জাদরান আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি রেকর্ডও গড়েছেন। জাদরানের ১৭৭ রানের ইনিংসটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে এই আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন ডাকেটের খেলা ১৬৫ রানের ইনিংসটাই চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল।৩৫ ওয়ানডের ক্যারিয়ারে এটি জাদরানের ষষ্ঠ সেঞ্চুরি(৭টি অর্ধশতকও আছে)। তাতেই তিনি এখন যৌথভাবে আফগানিস্তানের পক্ষে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। তার সমান সেঞ্চুরির মালিক মোহাম্মদ শেহজাদও। তবে এর জন্য সাবেক এই উইকেটকিপারকে খেলতে হয়েছিল ৮৪ ম্যাচ। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক জাদরানের ওপেনিং পার্টনার রহমানউল্লাহ গুরবাজ। ৪৮ ম্যাচে ৮তি সেঞ্চুরির মালিক এই ওপেনার।জাদরানের সেঞ্চুরিটি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দশম সেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে যৌথভাবে এটিই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। তবে আসরের এখনও ৭টি ম্যাচ বাকি থাকায় এই রেকর্ড যে এককভাবে এবারের আসর দখলে নিতে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত।