ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফুটে উঠলেও ইউক্রেন ইস্যুতে তীব্র মতপার্থক্য দেখা যায়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে বৈঠক করেন ট্রাম্প-ম্যাক্রোঁ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই বৈঠকে ট্রাম্প এবং ম্যাক্রোঁর মধ্যে বহু বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ফুটে উঠলেও ম্যাক্রোঁ স্পষ্ট করে বলেছেন যে তিনি ট্রাম্পের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিমত পোষণ করেন।
সোমবার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘এই শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ হওয়া উচিত নয়। অথবা গ্যারান্টি ছাড়া কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়।’ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন শান্তি লঙ্ঘন করেছেন।’ ইউক্রেনে যেকোনো শান্তি চুক্তি করতে ‘নিরাপত্তার নিশ্চয়তা’ থাকতে হবে সাফ জানান ম্যাক্রোঁ। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একজন স্বৈরশাসক বলেন ট্রাম্প। এরপর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক হিসেবে উল্লেখ করতে অস্বীকৃতি জানান। কিন্তু ম্যাক্রোঁ বলেন, এটা স্পষ্ট যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালিয়েছে এবং রাশিয়া ‘আগ্রাসী’।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি চুক্তির ইচ্ছা প্রকাশ করেছেন। বলেছেন, তিনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যবস্থা করার চেষ্টা করছেন। চুক্তির বিষয়টি চূড়ান্ত হলে তিনি পুতিনের সাথে দেখা করতে মস্কো যেতে পারেন বলেও জানান। অন্যদিকে, ম্যাক্রোঁ আরও সুচিন্তিত কোনো উপায়ের কথা বলেছেন। আহ্বান জানিয়েছেন শুরুতে যুদ্ধবিরতি এবং তারপর এ বিষয়ে একটি শান্তি চুক্তি। যাতে নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তি চাই। দ্রুত শান্তি চাই, কিন্তু আমরা এমন কোনো চুক্তি চাই না যা দুর্বল। যেকোনো শান্তি চুক্তি করতে অবশ্যই তা মূল্যায়ন ও যাচাই করে করতে হবে।’
তবে, শান্তি চুক্তি হওয়ার পর ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।এ বিষয়ে ট্রাম্প বলেছেন, তিনি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ধারণাটি গ্রহণ করেন, যেমন পুতিনও করেছেন।বলেন, ‘হ্যাঁ, তিনি (পুতিন) এটা মেনে নেবেন, আমি বিশেষভাবে তাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছি। এতে তার কোনো সমস্যা নেই।
এক মাস আগে ক্ষমতায় আসার পর ট্রাম্পের সাথে দেখা করা প্রথম ইউরোপীয় নেতা হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তির আলোচনায় ট্রাম্পের সাথে তার বৈঠককে ‘একটি সন্ধিক্ষণ’ বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
২৫/০২/২০২৫; সুরমা টিভি ২৪; সুমাইয়া।