অনলাইন নিউজ ডেক্স :
অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথবাহিনীর টহল আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবিপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। প্রেস সচিব বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে। এজন্য সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে নির্দেশনা দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি দেখা যাবে উল্লেখ করে শফিকুল আলম বলেন,জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও রাজধানীতে পুলিশের টহল আরও বাড়ানোর কথা জানিয়েছেন। তিনি বলেন,রাজধানীর জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হবে। পরিস্থিতি ভালো করতে বাহিনীগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তবে আরও উন্নতি করার অবকাশ রয়েছে।