অনলাইন নিউজ ডেক্স :
চ্যাম্পিয়ন ট্রফি শুরুর আগেই বাংলাদেশের সামর্থ্য নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও বাংলাদেশকে রেখেছেন নিচের সারির দলে। তবে এবার সবাইকে ছাপিয়ে গেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। ভারতের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলকে নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন সাবেক এই ক্রিকেটার।ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল (২০ ফেব্রুয়ারি) আগে ব্যাটিং করে ২২৮ রান করে টাইগাররা। তবে ছোট পুঁজি নিয়ে লড়াইয়ে কোনো কমতি রাখেননি ন্যায্যমূল্য শান্তরা। এক পর্যায়ে তো মনেই হচ্ছিল, শেষদিকে জমে উঠতে পারে এই ম্যাচ। ক্যাচ মিসের কারণে সেটা অবশ্য হয়নি। সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত। রান তাড়ার শেষদিকে গতকাল খানিকটা চাপে পড়ে গিয়েছিল ভারত। শুভমান গিল এবং লোকেশ রাহুল যখন পঞ্চম উইকেটে ব্যাটিং করছিলেন, তখন চিন্তার ভাঁজ দেখা গেছে ভারতের ড্রেসিংরুমে। তবে এসব ভীতি-আশঙ্কার কথা এবার উড়িয়ে দিলেন শেবাগ। বাংলাদেশের বিপক্ষে ভয় পাওয়ার মতো কিছু নেই বলে মনে করেন ভারতের সাবেক এই ব্যাটার। গতকাল (বৃহস্পতিবার) ম্যাচ শেষে এক অনুষ্ঠানে শেবাগ বলেন, ‘আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল। এটা বাংলাদেশ, তোমরা এত প্রশংসা করছো.. জানি না তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছো যে আমরা না জানি কার সঙ্গে খেলছি। বাংলাদেশের বিপক্ষে খেলতেও এতো ভয় লাগতো না যতটা তোমরা এখানে বসিয়ে ভয় ধরিয়ে দিচ্ছো। এটা বাংলাদেশ, অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে খানিকটা আনপ্রেডিক্টেবল। আমার মনে হয় না কোনো সমর্থকের মনের মাঝে ১ শতাংশ সংশয় ছিল। আমি এটা মানি না। আমারই যদি না হয় তাহলে সমর্থকদের কই থেকে আসবে। তিনি আরও বলেন,খুবই সহজ একটা খেলা ছিল, ৪-৫ ওভার তো বাকিই ছিল। গিল তো একটু সময় নিয়ে খেলছিল। রোহিত বা কোহলির কেউ যদি আউট না হতো তাহলে এই ম্যাচ ৩৫ ওভারেই জিততাম। তারা আউট হয়ে গেছে এজন্য গিলকে কিছুটা সময় নিয়ে খেলতে হয়েছে। নয়ত তলোয়ারের মতো ব্যাট চালাতো। চাপের মুহূর্তে ব্যাটিংয়ে নেমে গতকাল বড়সড় এক ভুল করে বসেছিলেন লোকেশ রাহুল। তাসকিন আহমেদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন এই ব্যাটার। তবে সহজ সুযোগ পেয়েও বল তালুবন্দী করতে পারেননি জাকের আলী। জয়ের জন্য তখনও ভারতের দরকার ছিল ৬৮ রান। অনুষ্ঠানে উপস্থিত থাকা ভারতের আরেক ক্রিকেটার পার্থিব প্যাটেল শেবাগকে সেটা মনে করিয়ে দিতে শেবাগ বাংলাদেশ দলকে কটাক্ষ করে মন্তব্য করেন। তিনি বলেন, তখনও হার্দিক পান্ডিয়া, জাদেজা ছিল। এদের (বাংলাদেশ) জন্য তো কুলদীপ যাদবই যথেষ্ট ছিল।